Viral Video Today: হাতির সঙ্গে সেলফি তোলার বড় সাধ। আর সেই শখ থেকেই পৌঁছে গিয়েছিলেন জঙ্গলে। তিনজনেই ভেবেছিলেন হাতির সঙ্গে সেলফি তোলা হবে। তারপরে সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হবে, অনেক কিছুই ভেবে রেখেছিলেন তাঁরা। আর সেই মোতাবেক হাতির এক্কেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু সেলফি তোলা তো আর হল না, তার পরিবর্তে এমনই ভয়ঙ্কর পরিণতি হল যা তাঁরা স্বপ্নেও কোনও দিন কল্পনা করতে পারেননি। ঘটনাটি যে এমন ভয়ঙ্কর মোড় নিতে পারে, তা তাঁরা ভাবতেও পারেননি।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায়। ভিডিয়োতে দেখা গেল, তিন জন মানুষ ছুটছেন। আর তাঁদের ধাওয়া করেছে গজরাজের দল। শব্দ করতে করতেই ওই তিন ব্যক্তির পিছনে ধাওয়া করে হাতিরা। কতটা ক্ষিপ্ত তারা, তা তাদের আওয়াজ আর ছোটার গতিতেই পরিষ্কার। তুলতে গিয়েছিলেন সেলফি, তারপরে জীবন বাঁচাতে পালাতে হল। ওই তিন ব্যক্তির মধ্যেই একজন আবার পালাতে গিয়ে পড়ে গিয়েছিলেন। ভাগ্যক্রমে সঙ্গে সঙ্গে উঠে আবার মারছুট দেন…!
#UP के लखीमपुर खीरी जिले में #टस्कर हाथियों के झुंड के साथ सेल्फी लेना युवकों को को काफ़ी महंगा पड़ा ? हाथियों के झुंड ने दौड़ाया,यूवको ने दौड़कर बमुश्किल हाथियों से बचाई अपनी जान ?#वायरल_वीडियो पलिया तहसील के दुधवा टाइगर रिजर्व के पलिया गौरीफंटा मार्ग का है pic.twitter.com/P49c2v1lUo
— Dr.Ahtesham Siddiqui (@AhteshamFIN) July 4, 2023
জানা গিয়েছে, এই ঘটনাটি যখন ঘটে তখন তাঁরা নেপাল যাওয়ার পথে দুধওয়া টাইগার রিজ়ার্ভে ঢুকে পড়েছিলেন। সেখানেই পশুদের সঙ্গে সেলফি তুলছিলেন তাঁরা। আর সেই সময়ই হাতিগুলি বিরক্ত হয়ে ওই তিনজনকে তাড়া করে। এক পথচারী সে সময় ভিডিয়োটি রেকর্ড করেন। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
টুইটারে @AhteshamFIN নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 195.8K। প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। কেউ বলেছেন, ‘ঠিক করেছিল হাতিগুলো। শিক্ষা না পেলে এরা সায়েস্তা হবে না।’ কেউ আবার যোগ করলেন, ‘বন্যপ্রাণীদের বিরক্ত করে তাদের সঙ্গে সেলফি তোলার এত হিড়িক কেন, বুঝতে পারি না।’