Latest Viral Video: ধনী হোক বা গরীব, জীবনের সংগ্রামটা কারও জন্যই কম নয়। বেঁচে থাকার সংগ্রাম এমনই, যা ভাল সময় আর খারাপ সময়ের সংজ্ঞাটা গুলিয়ে দেয়। কিন্তু সঙ্গ যদি ভাল হয়, তাহলে কঠিন সময়টাও এক্কেবারে জলের মতো সহজ হয়ে যেতে পারে। বিশেষ করে বৈবাহিক জীবনে স্বামী-স্ত্রী একে অপরের দুঃখের ভাগ-বাঁটাোয়ারা করে নিলে বোধহয় লড়াইটা অনেক সহজ হয়ে যায়। প্রত্যেকটা মানুষই চান, তাঁদের জীবনে এমন কেউ থাকুক যাঁরা সঙ্গে মনের সব কথা শেয়ার করে নিতে পারবেন। কিন্তু আজকের দিনে তার দেখা আর মেলে কোথায়!
সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো আপনার মনটা ভাল করে দিতে পারে!’ইনি একজন নারী! চাইলে সারা জীবন ড্রেনে শুয়ে মাতাল স্বামীর সঙ্গে কাটিয়ে দিতে পারেন। আবার জীবনটা নিজের মতো কাটাতে চাইলে বিল গেটসকেও টেক্কা দিতে পারেন!’ মাত্র 15 সেকেন্ডের একটা ভিডিয়ো। কিন্তু তার যে কী প্রভাব, বলে বোঝানো মুশকিল। কঠিন সময়ে এই ভিডিয়ো দেখলে আপনার ঠোঁটের কোণে হাসি ফুটতে পারে, আবার চোখে জলও নিয়ে আসতে পারে।
ये ‘औरत’ है जनाब! निभाने पर आए तो नाली में पडे़ “शराबी पति” के साथ पूरी ज़िन्दगी गुजार दे,
वरना छोड़ने पर आए तो “बिल गेट्स” को छोड़ दे. pic.twitter.com/xse8PnhXng— मृदुल눈 (@shayari_in_) July 4, 2023
ভিডিয়োতে দেখা গেল, এক মহিলা সাইকেল নিয়ে হাঁটছেন। সেই সাইকেলের পিছনে লাগানো জ়োম্যাটের ডেলিভারি বক্স। পাশেই তাঁর স্বামী, যাঁর কোলে রয়েছে সন্তান, তাঁর পরনে জ়োম্যাটোর টিশার্ট। মহিলার পিঠেও রয়েছে একটি ব্যাগ। দুজনেই দুজনের কষ্টটা ভাগাভাগি করে নিয়ে হাঁটছেন যেন। স্বামী সারাদিন যে সাইকেল টেনে উপার্জন করতে বেরোন, পড়াশোনার শেষে সেই সাইকেলটাই টেনে তাঁর কষ্টটা একটু হলেও হাল্কা করে দিয়েছেন ওই মহিলা।
টুইটারে @shayari_in_ নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 636.8K। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখার পরে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন লিখছেন, ‘নারীকে বোঝা সত্যিই খুব কঠিন।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘অত্যন্ত সুখী একটা পরিবার। দুজনেই পরিবারটাকে মজবুত রাখার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তা বোঝা গিয়েছে এখানে।’