Latest Viral Video: ফের একবার লজ্জিত হল এই মানবসমাজ। মেয়ের মানভঞ্জনে বাবা (Father) কত কী-ই না করলেন! হাত জোড় করলেন, পায়ে পড়লেন, এমনকি নাক পর্যন্ত ঘষলেন। মেয়ে (Daughter) যাতে তাঁর সঙ্গেই বাড়ি ফেরে, তা নিশ্চিত করতে কোনও কসরতই বাকি রাখলেন না ভগ্ন হৃদয়ের সেই বাবা। কিন্তু কে কার কথা শোনে। বাবার সম্মানহানি করে মেয়ে সেই প্রেমিকের সঙ্গে চলে গেলেন। প্রায় তিরিশ সেকেন্ড জুড়ে ভিডিয়ো তে দেখা গেল, মেয়েকে রাজি করাতে বাবা সবরকম চেষ্টা করে গেলেন। তাঁর বাড়িতে, যে বাড়িতে তাঁর বেড়ে ওঠা, কথা বলতে শেখা, খেতে শেখা, মা-বাবা বলতে শেখা, সেই বাড়িতে ফিরে যাওয়ার জন্য মেয়ের কাছে কাকুতি মিনতি করে গেলেন বাবা। কিন্তু সব চেষ্টাই যেন মাঠে মারা গেল! প্রেমিকের হাত ধরেই দাঁড়িয়ে থাকল মেয়েটি।
শুধু বাবা কেন। মেয়ের মা-ও কম কসরত করেননি। কন্যার সামনে তিনিও একপ্রকার হাত জোড় করেই বসেছিলেন। কিন্তু তাতেও মেয়ের অভিপ্রায় এক ফোঁটাও বদলায়নি। এদিকে তাঁর বাবা যখন পা ছুঁতে গেলেন, তিনি প্রেমিকের হাত ধরেই দাঁড়িয়ে থাকলেন। শুধু মেয়ে নেয়। তাঁর প্রেমিকের পায়েও পড়েছিলেন বাবা। কিন্তু মেয়েটি তাঁর মা-বাবার প্রতি বিন্দুমাত্র মায়া, মমতা দেখায়নি। প্রেমিকের হাত ধরে তাঁকে নিয়ে চলে যায়। দিগ্বিদিক শূন্য অবস্থায় চিৎকার করতে থাকেন বাবা। সেই সব কিছুকেই উপেক্ষা করে গটগট করে বেরিয়ে যায় মেয়েটি।
একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভিডিয়োটি গুজরাটের বনাসকাঁথার। স্থানীয়রা জানিয়েছেন, মেয়েটি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাঁর বাবার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। আসলে মেয়েটি বেশ কিছু দিন ধরেই নিখোঁজ ছিল। তাঁর বাবা-মা একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করেছিলেন। কিন্তু পরে দেখা যায়, মেয়েটি তাঁর প্রেমিকের সঙ্গেই ছিল। তারপর তাঁকে প্রেমিকের সঙ্গে যখন তাঁর মা-বাবা দেখেন, তখন তিনি জন্মদাতা ও জন্মদাত্রীকেই চিনতে অস্বীকার করেন।
পুলিশ সূত্রে খবর, বনাসকাঁথার দেওধর তহসিলের রায়া গ্রামের। প্রেমিকের সঙ্গে মেয়েটি পালিয়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে মা-বাবা বিষয়টি জানার পরে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করলে, সে মেয়ে ফিরে আসতে অস্বীকার করে। মেয়েটি এমন আচরণের জন্য নেটিজ়েনদের কাছে তীব্র নিন্দিত হয়েছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিয়োটি ভাইরাল হয়েছে।