Latest Viral Video: শিক্ষার থেকে বড় এই পৃথিবীতে আর কিছু নেই। শিক্ষার বিকল্পও কিছু নেই। শিক্ষার ভিত্তিতে যে কোনও কিছু অর্জন করা যায়। একজন শিক্ষিত মানুষ চাইলে জীবনে অনেক কিছুই করতে পারেন। জীবন থেকে যেমন শিক্ষা নেওয়া যায়, তেমনই আবার বই পড়েও জ্ঞান অর্জন করা যায়। তবে তার জন্য দরকার হয় কঠিন কসরতের। আজকাল স্মার্টফোন, ল্যাপটপ থেকে অনলাইন ক্লাসের প্রভাব যে হারে বেড়েছে, বইয়ের প্রতি শিশুদের মনোযোগ অনেকটাই কমেছে। তবে এই সোশ্যাল মিডিয়া এমন একটি বাচ্চা ছেলের (Little Boy) সন্ধান দিয়েছে, যে সব বই একসঙ্গে পড়ে (Book Reading) ফেলছে। তা-ও আবার ঘুমোতে, ঘুমোতেই। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে।
তবে, দেখে মনে হচ্ছে এই ভিডিয়োটি ভারতের নয়। বাইরের কোনও দেশের ঘটনা বোধহয়। কিন্তু কোন দেশের তা জানা যায়নি। ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি ছেলে শুয়ে আছে এবং তার ঠিক মাথার উপরে পাঁচটি বই বিছানার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ ছেলে যে ভাবে জ্ঞান আহরণ করছে, তা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়। বইগুলো তার খাটের উপরে রয়েছে। আর সেগুলি তার ও টেপ দিয়ে জুড়ে রাখা হয়েছে ছেলেটির কপালে। সেই ঘরে দরজা খুলে এক ব্যক্তি ঢুকে ছেলের কাণ্ড দেখে মাথা চুলকাতে থাকেন। সম্ভবত, তিনিই এই বাচ্চাটির বাবা।
যদিও এই ভিডিয়োকে সত্য মনে করার কোনও মানে নেই। কারণ, এভাবে কোনও দিন কেউ পড়াশোনা করতে পারে না। ভিডিয়োটাই পরিষ্কার করে দিয়েছে, কেবল রিলস বানানোর জন্য এবং সর্বোপরি তার দ্বারা ভাইরাল হওয়ার জন্যই এটি তৈরি করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতে লোকজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, এভাবেই বাচ্চারা যদি ভাইরাল হওয়ার মোহে আচ্ছন্ন থাকে, তাহলে তারা আর পড়াশোনা করবে কখন!