Latest Viral Video: ঠিকঠাক জোগাড় পেলে বা তার বন্দোবস্ত করতে পারলে ভারতীরা যে কী থেকে কী করতে পারেন, তার ইয়ত্তা নেই। জোগাড়ে এদেশের মানুষজন বিশ্বের যে কোনও দেশের মানুষকে কয়েক গোল দিতে পারে। যে কোনও জিনিসের আগেভাগে জোগাড় করতে ছোটেন ভারতীয়রা। সেরকমই এক মানুষের সন্ধান দিল এই নেটপাড়া। ব্যক্তির কাণ্ড দেখলে হেসে কুটিপাটি খাবেন! ভিডিয়োতে ওই ব্যক্তিকে দেখা গিয়েছে, বাইকে একটি দুধের কন্টেনারে তাঁর সন্তানকে দাঁড় করিয়ে রেখেছেন। আর সেই অবস্থাতেই ছুটছে তাঁর বাইক।
আসলে বাচ্চারা বাইকে বসে অনর্গল নড়াচড়া করতে থাকে। তাই তাদের পিছনে বসিয়ে রেখে বাইক চালানো সমস্যার হতে পারে। তাতে বাচ্চার যেমন বিপদ হতে পারে, তেমনই আবার বাইক চালানোও চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। নেটিজ়েনদের একটা অংশ এই বিষয়টিকে মান্যতা দিয়েছেন। আর একটা অংশ ওই বাইক চালককে তীব্র ভর্ৎসনা করেছে। কেউ কেউ আবার সন্তানের প্রতি বাবার এমন স্নেহ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কেউ আবার নিরাপত্তার দিক থেকে এভাবে বাচ্চাকে একটা কন্টেনারে বসিয়ে নিয়ে যাওয়াকে মোটেই ভাল ভাবে নেননি।
Jugadu Baap…. pic.twitter.com/bCe1Eurs32
— Riteish Deshmukh (@Riteishd) September 16, 2023
ভিডিয়োটি মাত্র 15 সেকেন্ডের। সেখানেই দেখা গেল, এক ব্যক্তি তাঁর সন্তানকে দুধের কন্টেনারে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছেন। ভিডিয়োটি কে শেয়ার করেছেন, জানেন? বলি-অভিনেতা রিতেশ দেশমুখ এই ভিডিয়োটি শেয়ার করেছেন। গত 16 সেপ্টেম্বর মাইক্রোব্লগিং সাইট X-এ তিনি ভিডিয়োটি শেয়ার করেছিলেন। ক্যাপশনে তিনি লিখছেন, ‘ইনি হলেন জোগাড়ের বাপ!’
বহু মানুষ এই ভিডিয়োতে মন্তব্য করেছেন। কেউ কেউ এই ঘটনাকে বিপজ্জনক বলেছেন। কেউ আবার যোগ করেছেন, এই ধরনের প্রতিভা কেবল মাত্র ভারতেই দেখা যায়। একজন ব্যবহারকারী বলেছেন যে প্রয়োজনই উদ্ভাবনের শক্তি তৈরি করে দেয়।