latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন পশুদের অনেক ভিডিয়ো ভাইরাল হয়। কখনও কিছু কিছু ভিডিয়ো মজার হয়, আবার কখনও কিছু ভিডিয়ো (Video) আপনাকে হতবাক করে। অনেক পশুর মধ্য়েই তো ঝামেলা চোখে পড়ে। কিন্তু সাপ ঝগড়া করতে পারে এমনটা এখনও দেখেছেন? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। এই যেখানে একটি কুকুর (Dog) এবং একটি সাপের (Snake) মধ্যে তুমুল ঝামেলা (Fight) চলছে। কেউ হার মানতে নারাজ। এই লড়াইয়ের পরিনতি শেষমেশ কী হল তা দেখলে আপনি চমকে উঠবেন।
The snake could’ve walked imo. Never fight with who’s not in your weight class.
pic.twitter.com/cSEnx0U4Lq— ??? ?????? (@iDumeby) January 20, 2023
ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাপটি কুকুরকে আক্রমণ করার চেষ্টা করছে। একই সময়ে, কুকুরটিও সাপের দিকে একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তারপরে আবার পিছিয়ে আসছে। কুকুরটি অনবরত ঘেউ ঘেউ করছে। কুকুরের ঘেউ ঘেউ করার ভয়ে সাপ পুরোপুরি পিছু হটে। কিন্তু কিছুক্ষন পর সাপটি কুকুরটির দিকে এগিয়ে এসে তার মুখে কামড়ামোর চেষ্টা করে। এটি দেখে কুকুরটি খুব রেগে যায়। তারপরে কুকুরটি সাপটির উপর ঝাঁপিয়ে পড়ে তাকে কামড়ে ধরে। কিছুক্ষন পরে তাকে ছেড়ে দেয়। কুকুরটি সাপকটিকে মেরে ফেলে। ভিডিয়োটি দেখে আপনি প্রথমে বুঝতে পারবেন না যে, এই ঝামেলার পরিনতি এমন হবে।
এক টুইটার ব্যবহারকারী টুইটারে এই ভিডিয়োটি পোস্ট করেছেন। এখনও পর্যন্ত 5 লাখেরও বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন। আর 2 হাজারের বেশি মানুষ লাইক করেছেন। অনেকে হতবাক হয়ে কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “আমি আশা করিনি এমন হতে পারে।” আরও একজন বলেছেন, “প্রথমে ভেবেছিলান ভিডিয়োটি মজাদার হবে। তারপরে দেখলাম কেউ হার মানতে রাজি নয়। কিন্তু তাই বলে মেরে ফেলবে!”