Viral Video: সঙ্গ ছাড়তে নারাজ কুকুর আর ছোট্ট পাখি, মন ভাল করবে এই ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 10, 2023 | 7:45 AM

A Dog And A Bird Viral Video: পশুদের দুষ্টুমি, মারামারি এমনকি তাদের বিভিন্ন কান্ড কারখানা সবই সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের মন জয় করে। অনেক পশুদের মধ্য়েই বন্ধুত্ব দেখা যায়। কিন্তু তাই বলে কুকুরের বন্ধু শেষে কিনা একটি পাখি? অবাক লাগছে তাই না?

Viral Video: সঙ্গ ছাড়তে নারাজ কুকুর আর ছোট্ট পাখি, মন ভাল করবে এই ভিডিয়ো

Follow Us

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন বিভিন্ন ধরনের ভিডিয়ো ভাইরাল (Viral) হয়। অধিকাংশ মানুষ পশু পাখিদের ভিডিয়ো দেখতে বেশি পছন্দ করে। পশুদের দুষ্টুমি, মারামারি এমনকি তাদের বিভিন্ন কান্ড কারখানা সবই সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের মন জয় করে। অনেক পশুদের মধ্য়েই বন্ধুত্ব দেখা যায়। কিন্তু তাই বলে কুকুরের (Dog) বন্ধু শেষে কিনা একটি পাখি (Bird)? অবাক লাগছে তাই না? এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে যেখানে একটি কুকুরকে পাখির সঙ্গে খেলতে দেখা যাচ্ছে। শুধুই তাই নয়, পাখিটিও কুকুরটির মুখে এমনভাবে বসে রয়েছে যেন ওটাই তার কাছে বসে থেকের জন্য় সবছেকে আরামদায়ক জায়গা। কুকুর আর পাখির বন্ধুত্ব (Friendship) যে এত সুন্দর হতে পারে তা প্মান করল ওরা। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, কুকুরটি আনন্দে আত্মহারা হয়ে শুয়ে আছে। একটি ছোট পাখি তার নাকে বসে রয়েছে। কিন্তু এতে কুকুরটির কোনও আপত্তি নেই। সেও যেন পাখিটিকে অনুমতি দিয়েছে তার নাকে বসে থাকার। আবার শুধু নাকেই নয়। কখনও মাথায়, কখনও গলায়, আবার কখনও বা মুখে। কুকুরটিও শান্ত হয়ে পাখির সব আবদার মেনে নিচ্ছে। তাদের এই কান্ড কারখানা আপনাকে অবাক করবে।

এক ব্য়বহারকারী ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছে। আর তারপর থেকেই ক্রমশ ভাইরাল হচ্ছে। যা দেখার পরে আপনিও হয়তো একবার হলেও ভেবেছেন, বন্ধুত্ব বোধয় একেই বলে। একে অপরের সবটুকু মেনে নিয়ে একসঙ্গে থেকে যাওয়া। এখনও পর্যন্ত 3 লাখের বেশি মানুষ ভিডিয়োটি দেখেছেন। 31 হাজারেরো বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। দুজনের বন্ধুত্বের প্রশংসা না করে থাকতে পারেননি নেটিজ়েনের একাংশ। অনেকে অনেক মজার কমেন্টও করেছেন। কেু বলেছেন, “ঠিক এই জন্য়ই বোধয় কুকুরকে বিশ্বের সবচেয়ে অনুগত প্রাণী বলে গণ্য করা হয়।” আবার একজন লিখেছেন, ” আমি জানতাম কুকুর যে কোনও প্রাণীর সঙ্গে বন্ধুত্ব করে ফেলে। কিন্তু পাখিটিকে দেখে অবাক হলাম।”

Next Article