Viral Video: উত্তর প্রদেশে চরম বৃষ্টি, জলমগ্ন এলাকায় ভেসে চলে গেল ডজন খানেক গ্যাস সিলিন্ডার

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 14, 2023 | 8:23 AM

Viral Video Today: একে তো জলমগ্ন রাস্তা। তা-ও যাঁরা দৈনন্দিন কাজের জন্য জমা জল উপেক্ষা করেই রাস্তায় বেরিয়েছিলেন, তাঁরা এই ঘটনা দেখে থ! যদিও ওই কর্মীরা অনেক চেষ্টা করে সিলিন্ডারগুলি এক-এক ধরেন এবং সেগুলিকে তুলে আবার গোডাউনে রাখতেও সক্ষম হন বলে জানা গিয়েছে।

Viral Video: উত্তর প্রদেশে চরম বৃষ্টি, জলমগ্ন এলাকায় ভেসে চলে গেল ডজন খানেক গ্যাস সিলিন্ডার
দেখুন, কী কাণ্ড!

Follow Us

Latest Viral Video: উত্তর প্রদেশের একাধিক জায়গায় গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি (Rain) হচ্ছে। হাঁসফাঁস করে ওঠা গরমে কেউ স্বস্তি পেলেও কেউ আবার এই একটানা বৃষ্টিতে দুর্বিপাকে পড়েছেন। মানুষের দৈনন্দিন জীবন একপ্রকার বিপর্যস্ত হয়ে উঠেছে। বাড়ি থেকে বাইরে এক পা ফেললই জল আর কাদা। কোথাও আবার হাঁটু সমান জলও। এমনই এক সঙ্কটজনক পরিস্থিতিতে একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। সে রাজ্যের আমরোহার (Amroha) বাছরাওঁ এলাকায় গ্যাস সিলিন্ডারের (Gas Cylinder) গোডাউনে রাখা কয়েক ডজন সিলিন্ডার জলে ভেসে যাচ্ছে। যদিও স্থানীয় পুলিশ ঘটনাটি অস্বীকার করেছে।

গত বুধবার বিকেলে আমরোহার জলাবদ্ধ এলাকায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়ার ভিডিয়ো টুইটারে ছড়িয়ে পড়ে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েকটি সিলিন্ডার জলে ভেসে যাচ্ছে। সেখানে কিছু মানুষ ওই সিলিন্ডারগুলি জল থেকে তোলার কথা বলছেন। তাঁদের মধ্যে বেশির ভাগ মানুষের পরনেই ছিল গ্যাস সিলিন্ডার কোম্পানির ইউনিফর্ম। সেখান থেকেই আরও পরিষ্কার হওয়া গিয়েছে যে, ঘটনাটি সিলিন্ডার গোডাউনের কাছাকাছিই ঘটেছিল।


একে তো জলমগ্ন রাস্তা। তা-ও যাঁরা দৈনন্দিন কাজের জন্য জমা জল উপেক্ষা করেই রাস্তায় বেরিয়েছিলেন, তাঁরা এই ঘটনা দেখে থ! যদিও ওই কর্মীরা অনেক চেষ্টা করে সিলিন্ডারগুলি এক-এক ধরেন এবং সেগুলিকে তুলে আবার গোডাউনে রাখতেও সক্ষম হন বলে জানা গিয়েছে। এদিকে গত পাঁচ দিন ধরে উত্তর প্রদেশের আমরোহাতেই ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে। গঙ্গার তীরে অবস্থিত গ্রামগুলি অত্যন্ত বিপদের মুখে, চাষের ক্ষেতে জলও জমেছে ব্যাপক পরিমাণে। প্রশাসন প্রতিনিয়ত মানুষকে গঙ্গার তীরে না যাওয়ার জন্য সতর্কও করছে।

ইতিমধ্যেই সেখানে কৃষকদের ফসল নষ্ট হয়েছে। অন্য দিকে আবার মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় মানুষের বাড়িতে জল ঢুকে গিয়ে জনজীবন ব্যাহত হয়েছে। অনেক রাস্তার অবস্থা যেন পুকুরের মতো। সেরকমই একটা রাস্তায় গ্যাস সিলিন্ডারের গোডাউনে জল ঢুকে যাওয়ার ফলে এই কাণ্ড ঘটে। এ বিষয়ে বাছরাওঁ থানার অফিসার সন্ত কুমারের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, এমন কোনও ঘটনা তাঁর জানা নেই।

Next Article