Viral Video: ভিয়েতনামে সাপের বাগান, গাছের শাখা-প্রশাখা সর্বত্র কিলবিল করছে বিষধর সাপ, দেখুন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 14, 2023 | 9:38 AM

Dong Tam Snake Farm Video: বাগানের প্রত্যেকটা গাছের শাখা-প্রশাখায় কিলবিল করছে সাপ। গাছের পাতা থেকে গুঁড়ি সর্বত্র আপনার নজরে আসবে সাপ। একটা বা দুটো গাছে নয়, প্রত্যেকটা গাছের সর্বত্র সাপ। এমন সাপের বাগান রয়েছে ভিয়েতনামে।

Viral Video: ভিয়েতনামে সাপের বাগান, গাছের শাখা-প্রশাখা সর্বত্র কিলবিল করছে বিষধর সাপ, দেখুন
ভয়ঙ্কর কাণ্ড!

Follow Us

Latest Viral Video: বাগান আপনি কত রকমের দেখেছেন? এই বাংলার গ্রামগঞ্জে গেলে আপনার নজরে আসবে আম, লিচু, জাম বা কাঁঠালের বাগান। দক্ষিণ ভারতের দিকে গেলে আপনি দেখতে পাবেন, চতুর্দিকে নারকেলের বাগান। আবার আপনি যদি কাশ্মীর বা মানালির দিকে ঘুরতে যান, তাহলে দেখতে পাবেন আপেলের বাগান। কিন্তু তা বলে কি আপনি কখনও সাপের বাগানের কথা শুনেছেন বা দেখেছেন? বিশ্বাস করুন, বিন্দুমাত্রও মজা করছি না। সাপেদের বাগানও রয়েছে। হ্যাঁ, এই বিশ্বে এমনও দেশ আছে যেখানে সাপের বাগানেরও অস্তিত্ব রয়েছে। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ার আনাচ কানাচে ঘুরে বেড়াচ্ছে।

না, তা বলে আপনি যদি ভাবেন গাছে ফলের জায়গায় সাপ ধরে, তাহলে ভুল ভাবছেন। বাগানের প্রত্যেকটা গাছের শাখা-প্রশাখায় কিলবিল করছে সাপ। গাছের পাতা থেকে গুঁড়ি সর্বত্র আপনার নজরে আসবে সাপ। একটা বা দুটো গাছে নয়, প্রত্যেকটা গাছের সর্বত্র সাপ। এমন সাপের বাগান রয়েছে ভিয়েতনামে।


ভিয়েতনামে Dong Tam Snake Farm নামক একটি স্নেক ফার্ম রয়েছে। সেখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে সাপের চাষ করা হয়। অবাক করার মতো বিষয়টি হল, ভিডিয়োতে যে সাপগুলিকে দেখা গিয়েছে সেগুলির সবই সবুজ রঙের। অন্যান্য বাগানে যেমন ফল ও শাকসবজি ফলানো হয়, এখানে ঠিক তেমন সাপের চাষ করা হয়। জানা গিয়েছে, কেবল এই বাগানটিতেই 400-রও বেশি সাপ রয়েছে।

আসলে এদের বিষ থেকে ওষুধ তৈরি হয়। ডং ট্যাম স্নেক ফার্ম প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। তাঁদের কাছে সাপের বাগান বিস্ময়ের বিষয়! এই বাগান কিন্তু গবেষণার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। কিন্তু এখন তা একটি বড় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। 12 হেক্টর জুড়ে বিস্তৃত এই খামারে আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। প্রতি বছর এই খামারে প্রায় 1500 মানুষ সাপের কামড়ে চিকিৎসা নিতে আসেন।

Next Article