Viral Video: জল থেকে লাফিয়ে নৌকায় ট্যুর গাইডকে কামড় বিশাল অ্যানাকোন্ডার, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 08, 2022 | 8:24 PM

Anaconda Bites Tour Guide: বিশাল অ্যানাকোন্ডাটি জল থেকে লাফ দিয়ে সোজা নৌকায় ট্যুর গাইডকে আক্রমণ করে। সাপটিকে ওই নৌকার যাত্রীরা লক্ষ্য করেছিলেন। কিন্তু তাকে আসতে না দেখে বিরক্তও করছিলেন ওই যাত্রীরা।

Viral Video: জল থেকে লাফিয়ে নৌকায় ট্যুর গাইডকে কামড় বিশাল অ্যানাকোন্ডার, তারপর...
ভয়ঙ্কর কাণ্ড! ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

Follow Us

অ্যানাকোন্ডার বিষ নেই। নিজেদের সংকুচিত করার মাধ্যমে শিকারকে হত্যা করে। তারা তাদের বেশিরভাগ সময় জলে কাটায়। সাধারণত জলাভূমি, কম জলস্রোতের নদীতে এদের দেখা যায়। তবে ব্রাজ়িলে বিশাল একটি অ্যানাকোন্ডা যা কাণ্ড ঘটাল, দেখলে অবাক হয়ে যাবেন! বিশাল অ্যানাকোন্ডাটি জল থেকে লাফ দিয়ে সোজা নৌকায় ট্যুর গাইডকে আক্রমণ করে। সাপটিকে ওই নৌকার যাত্রীরা লক্ষ্য করেছিলেন। কিন্তু তাকে আসতে না দেখে বিরক্তও করছিলেন ওই যাত্রীরা।


মর্মান্তিক ঘটনাটি 38 বছর বয়সী জোয়াও সেভেরিনো ফ্রেমবন্দি করেছিলেন। গত 30 জুন মধ্য ব্রাজ়িলের রাজ্য গোইয়াসের আরাগুইয়া নদীর ধারে একটি নৌকায় পর্যটকদের একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ওই ট্যুর গাইড। ব্রাজিলিয়ান ফিশিং গাইড সাপটিকে দেখেছিলেন এবং সিদ্ধান্ত নেন, অন্য পর্যটকদের দেখানোর জন্য একটা ভিডিয়ো করবেন। আর ঠিক যখনই তিনি বিশাল সাপটির ভিডিয়ো করতে শুরু করেন, তখনই ওই বিরাট অ্যানাকোন্ডাটি একপ্রকার লাফিয়ে ওই ট্যুর গাইডকে আক্রমণ করে।

দুটি আংশিকভাবে নিমজ্জিত স্টাম্পের কাছে জলের নীচে কুণ্ডলী করা একটি কালো দাগযুক্ত সাপের উপর ক্যামেরা জুম করার সঙ্গেই দেখা যায়, অ্যানাকোন্ডা জল থেকে লাফিয়ে বেরিয়ে আসে। তারপর সাপটি ট্যুর গাইডকে কামড় দেয়। আঘাতপ্রাপ্ত হওয়ার পরই তিনি হাউ হাউ করে কাঁদতে থাকেন। সৌভাগ্যক্রমে, সবুজ অ্যানাকোন্ডার কামড় গাইডের ত্বকে প্রবেশ করতে পারেনি এবং বরাতজোরে সে প্রাণে বেঁচে যায়।

অবাক হওয়ার মতো বিষয়টি হল, সবুজ অ্যানাকোন্ডা মানুষকে আক্রমণ করার জন্য পরিচিত নয়। তাদের মনে যখন ভয় ধরবে, তখন তারা আঘাত করবে। প্রসঙ্গত, সবুজ অ্যানাকোন্ডা হল বিশ্বের বৃহত্তম সাপ। এরা 10 ইঞ্চি ব্যাস-সহ 30 ফুট লম্বা এবং 550 পাউন্ড পর্যন্ত বাড়তে সক্ষম।

Next Article