Viral Video: পোশাকের উপরে থুতু ছিটিয়ে ইস্ত্রি করছেন ইনি, নেটিজ়েনরা বড্ড বিরক্ত

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 08, 2022 | 9:07 PM

সম্প্রতি এক ব্যক্তি ইস্ত্রি করতে গিয়ে এমন ভাবেই জল ছিটালেন, যা নিয়েতীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কাপড়ের উপরে থুতু ফেলে তাকে ইস্ত্রি করতে দেখা গেল।

Viral Video: পোশাকের উপরে থুতু ছিটিয়ে ইস্ত্রি করছেন ইনি, নেটিজ়েনরা বড্ড বিরক্ত
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

Follow Us

সঠিকভাবে ইস্ত্রি করার জন্য পোশাকের উপর জল ছিটিয়ে দেওয়া হয়। তাতে পোশাকের উপরে যখন গরম লোহা পড়ে, পোশাকগুলি সোজা হতে খুব একটা বেশি সময় না। জল দিয়ে ইস্ত্রি করা একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে, জল কত রকম উপায়ে একটা পোশাকের উপরে ছিটানো যেতে পারে? সম্প্রতি এক ব্যক্তি ইস্ত্রি করতে গিয়ে এমন ভাবেই জল ছিটালেন, যা নিয়েতীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। কাপড়ের উপরে থুতু ফেলে তাকে ইস্ত্রি করতে দেখা গেল।


জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাডাল্ট সোসাইটিতে সম্প্রতি হাস্যকর এবং অদ্ভুত এই ভিডিয়ো প্রকাশিত হয়েছে। এই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি কাপড়ের উপরে থুতু ফেলে তারপরে ইস্ত্রি করছেন। না, বোতল থেকে জল বের করা নয় বা হাতে জল নিয়ে ছিটানো নয়, তিনি সরাসরি মুখ থেকে থুতু ফেললেন কাপড়ের উপরে।

ভয়ঙ্কর ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ১৬ লক্ষেরও বেশি ভিউ হয়েছে এবং লাইক পড়েছে প্রায় ৭১ হাজারের কাছাকাছি। বহু মানুষ তাঁদের নিজস্ব মতামতও ব্যক্ত করেছেন। একজন লিখছেন, “বন্ধুরা প্রেসটি সম্পন্ন করুন!”

একই সময়ে অন্য একজন ব্যবহারকারী বলেছেন, ভিডিয়োতে দেখানো লোকটি নিঃসন্দেহে ডাব্লুডাব্লুই সুপারস্টার ট্রিপল এইচ-এর একজন ভক্ত। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, যদি তাঁর কাছে স্প্রে করার জন্য একটি বোতল থাকে, তাহলে মুখ থেকে ওরকম ভাবে থুতু ফেলার দরকারটা কী ছিল। অন্য আর একজন যোগ করলেন, উনি তো এই ভাবে ইস্ত্রির উপরেও জল ছেটাতে পারেন।

Next Article