Viral Video: রবারের মতো বেঁকে গেল মেয়ে, চুইংগামের মতো চিপকে ছেলের ব্রেক ডান্স, হতবাক করার মতো ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 07, 2023 | 5:44 PM

Viral Video Today: এখানে আপনি ছেলেটির থেকেও বেশি মেয়েটিকে দেখলে অবাক হবেন। কারণ, ছেলেটি কেবলই মেয়েটিকে তার শরীরে বহন করছিল। আসল স্টান্ট দেখাচ্ছিল ওই মেয়েটি, যে সম্পূর্ণ ভাবে একপ্রকার বেঁকে রয়েছিল। বাস্তব স্টান্ট কিন্তু সেই করছিল।

Viral Video: রবারের মতো বেঁকে গেল মেয়ে, চুইংগামের মতো চিপকে ছেলের ব্রেক ডান্স, হতবাক করার মতো ভিডিয়ো
এভাবেও শরীরটাকে বাঁকিয়ে নেওয়া যায়?

Follow Us

Latest Viral Video: এই সোশ্যাল মিডিয়া আমাদের এমনই কিছু ভিডিয়ো দেখায়, যা দেখে আমরা হতচকিত হই। সেরকমই কিছু ভিডিয়ো নিশ্চয়ই আমাদের নজরে এসেছে, যেখানে পাতলা মানুষজন এতটাই পাতলা হয়ে গিয়েছেন যে তাঁরা যে কোনও অবস্থানে, যে কোনও ভাবে শুয়ে বা বসে থাকতে পারেন। কিন্তু কোনও অস্বস্তি অনুভব করেন না। তেমনই একটি মেয়ের সন্ধান দিল এই নেটপাড়া। সেই মেয়েটির ভিডিয়োও খুব ভাইরাল হচ্ছে, যেখানে তাকে অদ্ভুত ভাবে একটি ছেলের সঙ্গে চিপকে থাকতে দেখা গিয়েছে। মেয়েটিকে দেখলে আপনার মনে হবে, সে যেন একটা রাবার ব্যান্ড। চুইংগামের মতোই সে ছেলেটির গায়ে লেগেছিল। আর সেই কারণেই এই ভিডিয়ো দেখলে আপনি স্তম্ভিত হবেন।

ইনস্টাগ্রামে @fantom.dance.inspirations নামক হ্যান্ডেল থেকে ওই ছেলে ও মেয়েটির আশ্চর্যজনক স্টান্টের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এখানে আপনি ছেলেটির থেকেও বেশি মেয়েটিকে দেখলে অবাক হবেন। কারণ, ছেলেটি কেবলই মেয়েটিকে তার শরীরে বহন করছিল। আসল স্টান্ট দেখাচ্ছিল ওই মেয়েটি, যে সম্পূর্ণ ভাবে একপ্রকার বেঁকে রয়েছিল। বাস্তব স্টান্ট কিন্তু সেই করছিল। বিদেশের কোনও এক রাজপথে এই ভিডিয়োটি তোলা হয়েছিল। তবে কোথায় এই ভিডিয়ো তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।


ঠিক যেন রাবার ব্যান্ডের মতোই ওই মেয়েটি নিজেকে আটকে রেখেছিল ওই ছেলেটির কোমরে। মেয়েটির দিকে তাকালে মনে হয়, সে যেন একজন জিমন্যাস্ট। কারণ, যেভাবে সে তার শরীরকে পুরোপুরি বাঁকাতে সক্ষম হয়েছে। তারপরে আবার সে যাতে নিচে না পড়ে যায়, সে জন্য তার পা নিজের গলাতেই আটকে রেখেছে। এদিকে ছেলেটার হাত দুটোই বাইরে। অর্থাৎ মেয়েটা নিজের শক্তিতে ছেলেটার কোমরে আটকে আছে। এতকিছুর পরে মেয়েটাকে এরকম বেপরোয়া ভাবে নিজের সঙ্গে বেঁধে রেখে ছেলেটা আবার ব্রেক ডান্সও করছে। এই ভিডিয়ো দেখলে তো তাজ্জব হতেই হয়।

1 কোটিরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। বহু মানুষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই ভিডিয়ো দেখে। একজন লিখছেন, মেয়েটা ছেলের কোমরে বেল্টের মত আটকে আছে। আর একজন যোগ করে বললেন, মেয়েটি তার জায়গায় আশ্চর্যজনকভাবে স্থিতিশীল। তৃতীয় জনের বক্তব্য, মেয়েটা কী অবস্থায় রয়েছে, সেটা বোঝার জন্য আমাকে বেশ কিছুক্ষণ ভিডিয়োটা দেখতে হয়েছে।

Next Article