Viral Video Today: জঙ্গলের অনেক ভিডিয়ো প্রায় প্রতিদিন ইন্টারনেটে ভাইরাল হতে থাকে। তার মধ্য়ে এমন কিছু শিকারের ভিডিয়ো দেখা যায়, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। শিকার এবং শিকারীর মধ্যে বন্ধুত্ব খুব একটা চোখে পড়ে না। কিন্তু এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অধিকাংশ নেটিজেন অবাক। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে একটি চিতাকে কচ্ছপের সঙ্গে একই থালা থেকে খাবার খেতে দেখা যাচ্ছে। এক কথায় কেউ কাউকে কোনও রকম আক্রমণ না করেই আনন্দে খাবার খেয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আপনিও হতবাক হবেন। আপনার মনে হতে পারে চিতা আর কচ্ছপ আবার একে অপরের বন্ধু হতে পারে না কি? ভিডিয়োটি দেখলে এই প্রশ্নের উত্তর আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি চিতা এবং একটি খরগোশ একই থালা থেকে খাবার খাচ্ছে। চিতাবাঘ শান্তিতে তার খাবার খাচ্ছে, কচ্ছপও কারে কোনও রকম বিরক্তি করছে না। তাদের দেখে আপনি বুঝতে পারবেন না যে, একজন মাংসাশী আর অন্যজন তৃণভোজী। কারণ দু’জনকেই একই খাবার খাচ্ছে। বন্ধু কচ্ছপকে যে খাবার খেতে দেওয়া হয়েছে, সেই খাবারই মন ভোরে খেয়ে চলেছে চিতা।
Cheetah & tortoise share food. Those who give their food give their heart.
📽️Carson Springs Wildlife pic.twitter.com/kf4agZCXOZ
— Hakan Kapucu (@1hakankapucu) August 31, 2023
ভিডিয়োটি @1hakankapucu নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 62 হাজারের বেশি মানুষ দেখেছেন এবং এই ভিডিয়োতে অনেকে অনেক কমেন্টও করেছেন। প্রচুর মানুষ শেয়ারও করেছেন। কেউ বলেছেন, “ইন্টারনেটের যুগে কত কিছুই না দেখা যায়।” আরও এক ব্যক্তি মজার ছলে কমেন্টে লিখেছেন, “বন্ধুর জন্য চিতাটি নিরামিষ খেতেও রাজি হয়েছে।”