সম্প্রতি লখনউয়ের রাস্তায় গাড়ির চালককে চড়-থাপ্পড় মারার ঘটনায় চরম হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। এবার ফের একই ধরনের ওকটি ভিডিয়ো দেখা গিয়েছে নেট মাধ্যমে। রাস্তার মধ্যে প্রকাশ্যে এক যুবকের দিকে কোল্ড ড্রিঙ্কস ছুঁড়ে মেরেছেন এক তরুণী। সেই সঙ্গে মেরেছেন চড়ও। জানা গিয়েছে, দিল্লির কনট প্লেসের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, একটি প্র্যাঙ্ক বা মজার ভিডিয়ো শুট করার জন্য নাকি ওই যুবকের সঙ্গে এ হেন আচরণ করেছিলেন তরুণী। স্বভাবতই সেটা জানতেন না ওই যুবক। ফলে এমন ঘটনায় বেজায় রেগে গিয়েছিলেন ওই যুবক। তাঁর সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায় ওই তরুণীর। উত্তেজনার বশে তরুণীকে সটান চড় মেরে দেন ওই যুবক। প্রথমে অবশ্য তরুণীই চড় মেরেছিলেন যুবককে। পাল্টা চড় মারেন যুবকও। ভিডিয়োতে দেখা গিয়েছে এমন হুলুস্থুল কাণ্ড দেখে আশপাশের অনেকেই ভিড় জমিয়েছেন। কিছু লোককে আবার পরিস্থিতি সামাল দেওয়ারও চেষ্টা করতে দেখা গিয়েছে।
ভিডিয়োতে ওই তরুণকে বলতে শোনা গিয়েছে, তিনি পেশায় একজন শিক্ষক। তরুণীর উদ্দেশ্যে তিনি এও বলেছেন যে, আপনি মেয়ে বলে যা ইচ্ছে তাই করবেন? আমাদের পুরুষদের কি কোনও সম্মান নেই? এই প্রশ্নের জবাবে তরুণী বলেন, তাহলে কি আপনি মহিলাদের গায়ে হাত তুলবেন? পেশায় শিক্ষক যুবকের দাবি তাঁকে তিনবার চড় মেরেছেন তরুণী। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল হওয়ার পর নেটিজ়েনদের অনেকেই বলেছেন তরুণীকে পাল্টা চড় মেরে ঠিক কাজই করেছেন যুবক। কেউ বা বলেছেন, এমন ঘটনা যোগ্য জবাব দিয়েছেন ওই যুবক। প্র্যাঙ্ক ভিডিয়ো করার নামে তরুণীর এ ধরণের আচরণ করা মোটেই মেনে নেননি নেটিজ়েনদের একটা বড় অংশ। বেশিরভাগই তরুণীর কাজের তীব্র নিন্দে করেছেন। তবে অনেকেই অবশ্য গোটা ঘটনায় বেশ সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে বলেছেন গোটা ভিডিয়োই স্ক্রিপ্টেড।
দেখুন ভিডিয়ো
ভিডিয়োর শেষে ওই যুবককে তরুণীর উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে যে, লখনউয়ের ঘটনা বোধহয় ভাল করে বোঝেননি উনি। এরপর আবার সরি বলে ক্ষমাও চেয়েছেন তরুণী। কিন্তু সত্যিই যদি প্র্যাঙ্ক ভিডিয়ো তৈরির জন্য ওই তরুণী যুবককে চড় মেরে থাকেন এবং তাঁর মুখে কোল্ড ড্রিঙ্কস ছুঁড়ে মেরে থাকেন, তাহলে তিনি অন্যায় করেছেন, এমনটাই মত নেটিজ়েনদের একটা বড় অংশের।
আরও পড়ুন- Viral Video: ব়্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে গেলেন মহিলা! ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সম্প্রতি লখনউয়ের রাস্তায় গাড়ির চালককে চড়-থাপ্পড় মারার ঘটনায় চরম হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। এবার ফের একই ধরনের ওকটি ভিডিয়ো দেখা গিয়েছে নেট মাধ্যমে। রাস্তার মধ্যে প্রকাশ্যে এক যুবকের দিকে কোল্ড ড্রিঙ্কস ছুঁড়ে মেরেছেন এক তরুণী। সেই সঙ্গে মেরেছেন চড়ও। জানা গিয়েছে, দিল্লির কনট প্লেসের কাছে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, একটি প্র্যাঙ্ক বা মজার ভিডিয়ো শুট করার জন্য নাকি ওই যুবকের সঙ্গে এ হেন আচরণ করেছিলেন তরুণী। স্বভাবতই সেটা জানতেন না ওই যুবক। ফলে এমন ঘটনায় বেজায় রেগে গিয়েছিলেন ওই যুবক। তাঁর সঙ্গে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায় ওই তরুণীর। উত্তেজনার বশে তরুণীকে সটান চড় মেরে দেন ওই যুবক। প্রথমে অবশ্য তরুণীই চড় মেরেছিলেন যুবককে। পাল্টা চড় মারেন যুবকও। ভিডিয়োতে দেখা গিয়েছে এমন হুলুস্থুল কাণ্ড দেখে আশপাশের অনেকেই ভিড় জমিয়েছেন। কিছু লোককে আবার পরিস্থিতি সামাল দেওয়ারও চেষ্টা করতে দেখা গিয়েছে।
ভিডিয়োতে ওই তরুণকে বলতে শোনা গিয়েছে, তিনি পেশায় একজন শিক্ষক। তরুণীর উদ্দেশ্যে তিনি এও বলেছেন যে, আপনি মেয়ে বলে যা ইচ্ছে তাই করবেন? আমাদের পুরুষদের কি কোনও সম্মান নেই? এই প্রশ্নের জবাবে তরুণী বলেন, তাহলে কি আপনি মহিলাদের গায়ে হাত তুলবেন? পেশায় শিক্ষক যুবকের দাবি তাঁকে তিনবার চড় মেরেছেন তরুণী। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল হওয়ার পর নেটিজ়েনদের অনেকেই বলেছেন তরুণীকে পাল্টা চড় মেরে ঠিক কাজই করেছেন যুবক। কেউ বা বলেছেন, এমন ঘটনা যোগ্য জবাব দিয়েছেন ওই যুবক। প্র্যাঙ্ক ভিডিয়ো করার নামে তরুণীর এ ধরণের আচরণ করা মোটেই মেনে নেননি নেটিজ়েনদের একটা বড় অংশ। বেশিরভাগই তরুণীর কাজের তীব্র নিন্দে করেছেন। তবে অনেকেই অবশ্য গোটা ঘটনায় বেশ সন্দেহ প্রকাশ করেছেন। অনেকে বলেছেন গোটা ভিডিয়োই স্ক্রিপ্টেড।
দেখুন ভিডিয়ো
ভিডিয়োর শেষে ওই যুবককে তরুণীর উদ্দেশ্যে বলতে শোনা গিয়েছে যে, লখনউয়ের ঘটনা বোধহয় ভাল করে বোঝেননি উনি। এরপর আবার সরি বলে ক্ষমাও চেয়েছেন তরুণী। কিন্তু সত্যিই যদি প্র্যাঙ্ক ভিডিয়ো তৈরির জন্য ওই তরুণী যুবককে চড় মেরে থাকেন এবং তাঁর মুখে কোল্ড ড্রিঙ্কস ছুঁড়ে মেরে থাকেন, তাহলে তিনি অন্যায় করেছেন, এমনটাই মত নেটিজ়েনদের একটা বড় অংশের।
আরও পড়ুন- Viral Video: ব়্যাম্পে হাঁটতে গিয়ে পড়ে গেলেন মহিলা! ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়