ফ্যাশনের জগতে বিভিন্ন ধরনের পোশাক পরে ব়্যাম্পে হাঁটতে হয়। আর এই হাঁটার সময় মডেল থেকে শুরু করে বিভিন্ন সেলেবরাও ব়্যাম্পে পড়ে যায়। ফ্যাশন জগতে এই বিষয়টা খুব সাধারণ। সম্প্রতি এরকমই একটি ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ফ্যাশন শোতে বিয়ের লেহেঙ্গা পরে স্টেজে পড়ে যান এক মডেল। কিছুটা মজার ছলেই ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ফ্যাশন শোতে বিয়ের ভারী লেহেঙ্গার সঙ্গে ভারী অলংকার এবং বিয়ের সাজে হাঁটছিলেন একজন মহিলা। প্রত্যেক মহিলার এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা তাঁদের পোশাক প্রদর্শন করছিলেন। সেই মাঝেই ঘটল বিপদ। সুরক্ষিত ভাবে ও স্টাইলের সঙ্গে হাঁটার সময় হঠাৎ এক মহিলা পা পিছলে পড়ে যান। আর এই ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো …
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যায় যে, স্টাইলের সঙ্গে হাঁটার সময় পা পিছলে পড়ে যান এক মহিলা। তিনি একটি ভারী লেহেঙ্গা পরে ছিলেন। সঙ্গে বিয়ের অলংকার এবং বিয়ের সাজেও সেজে ছিলেন তিনি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, তিনি ব়্যাম্পে হাঁটতে হাঁটতে হঠাৎই পড়ে গেলেন এবং পড়ে যাওয়ার সময় তাঁর সামনে থাকা মহিলার ওড়না ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলে ওড়নাটিও ছিঁড়ে পড়ে যায়।
সংবাদসূত্রে জানা গিয়েছে, ভিডিয়োয় থাকা মহিলাটির নাম রফিয়া আনসারি। রফিয়া তাঁর এই পড়ে যাওয়া সম্পর্কে জানান যে, ওই মহিলা তিনিই ছিলেন এবং তাঁর এর পড়ে যাওয়ার পিছনে ওখানকার ব্যবস্থাপনা দায়ী। তাঁর মতে, ওই ব়্যাম্পে হাঁটার মত পর্যাপ্ত জায়গা ছিল না, ফলে সামনের জনের ওড়না পায়ে আটকে তিনি পা পিছলে ব়্যাম্পে পড়ে যান।
অতুল চোহান একাডেমি নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করা মাত্রই ১৮ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এই পোস্টের কমেন্ট দেখে বোঝাই যাচ্ছে যে, ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদি এই ধরনের ঘটনা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রায়শই ঘটে থাকে।
আরও পড়ুন: লাগেজ বেল্টে কাঁচা মাংস, আঁতকে যাত্রীদের প্রাণ
আরও পড়ুন: মাঝ সমুদ্রে মুখোমুখি সাপ! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়