Viral Video: লাগেজ বেল্টে কাঁচা মাংস, আঁতকে যাত্রীদের প্রাণ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 01, 2021 | 11:07 PM

ঘটনার ভিডিয়োটি ভীষণরকম ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে টি এস এ (ট্রান্সপোর্টেশন সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশন)।

Follow Us

বিমানে চড়ে বেড়াতে গিয়েছেন আপনি। গন্তব্যে পৌঁছে লাগেজ বেল্টে গিয়ে দাঁড়িয়েছেন। অন্যদের মতো অপেক্ষায় আপনিও। একে একে লাগেজ আসছে। এমন সময় দেখলেন একতাল কাঁচা মাংস আসছে। আঁতকে ওঠাই স্বাভাবিক, তাই নয় কি? এমন ঘটনাই ঘটেছে মার্কিন মুলুকের ওয়াশিংটনের সিয়াটেলের বিমান বন্দরে। প্রত্যক্ষদর্শীরা ভয়ে, আতঙ্কে সেঁধিয়েছেন।

ঘটনার ভিডিয়োটি ভীষণরকম ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে টি এস এ (ট্রান্সপোর্টেশন সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশন)। বলেছেন, মাংসগুলি একটি কৌঠোয় করে তোলা হয়েছিল বিমানে। তারপর বেরিয়ে আসে কৌটো থেকে। এর মধ্যে রয়েছে রসিকতাও। লেখা হয়েছে, চিকেন কি উড়তে পারে? পরমার্শ দেওয়া হয়েছে, এভাবে কাঁচা মাংস নিয়ে যাত্রা করলে, ভাল করে প্যাক করা দরকার। না হলে এই ধরনের ঘটনাই ঘটবে বারবার।

ভাইরাল ভিডিয়োর নীচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। চরম অসন্তোষ তৈরি হয়েছে নেটিজ়েনদের মধ্যে। একজন লিখেছেন, “দেখে মনে হচ্ছে অন্যান্য লাগেজে ছোঁয়া লেগেছে মাংসের।” অন্য একজন লিখেছেন, “আমি এই লাগেজ বেল্টে আর আমার লাগেজ দেব না।”

এত কিছুর পর কোনও ধরনের অভিযোগ নথিভুক্ত করা হয়নি সংশ্লিষ্ট ব্যক্তির নামে, যিনি এই মাংস নিয়ে যাত্রা করছিলেন। টি এস এ-র মনে হয়েছে চিকেনের মাংস কোনওভাবে প্যাকিং থেকে বেরিয়ে এসেছে। যাত্রীর খেয়াল হয়নি যে কৌটোর মুখ ঠিক মতো আটকানোই ছিল না।

ভিডিয়োটি জনসমক্ষে আনার উদ্দেশ একটাই, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। ভবিষ্যতে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে।

আরও পড়েনViral Video: মাঝ সমুদ্রে মুখোমুখি সাপ! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

আরও পড়েন: Viral Video: উড়ন্ত ড্রোন খেয়ে নিল কুমির! ভিডিয়ো শেয়ার করে তাক লাগালেন সুন্দর পিচাই

বিমানে চড়ে বেড়াতে গিয়েছেন আপনি। গন্তব্যে পৌঁছে লাগেজ বেল্টে গিয়ে দাঁড়িয়েছেন। অন্যদের মতো অপেক্ষায় আপনিও। একে একে লাগেজ আসছে। এমন সময় দেখলেন একতাল কাঁচা মাংস আসছে। আঁতকে ওঠাই স্বাভাবিক, তাই নয় কি? এমন ঘটনাই ঘটেছে মার্কিন মুলুকের ওয়াশিংটনের সিয়াটেলের বিমান বন্দরে। প্রত্যক্ষদর্শীরা ভয়ে, আতঙ্কে সেঁধিয়েছেন।

ঘটনার ভিডিয়োটি ভীষণরকম ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে টি এস এ (ট্রান্সপোর্টেশন সিকিওরিটি অ্যাডমিনিস্ট্রেশন)। বলেছেন, মাংসগুলি একটি কৌঠোয় করে তোলা হয়েছিল বিমানে। তারপর বেরিয়ে আসে কৌটো থেকে। এর মধ্যে রয়েছে রসিকতাও। লেখা হয়েছে, চিকেন কি উড়তে পারে? পরমার্শ দেওয়া হয়েছে, এভাবে কাঁচা মাংস নিয়ে যাত্রা করলে, ভাল করে প্যাক করা দরকার। না হলে এই ধরনের ঘটনাই ঘটবে বারবার।

ভাইরাল ভিডিয়োর নীচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। চরম অসন্তোষ তৈরি হয়েছে নেটিজ়েনদের মধ্যে। একজন লিখেছেন, “দেখে মনে হচ্ছে অন্যান্য লাগেজে ছোঁয়া লেগেছে মাংসের।” অন্য একজন লিখেছেন, “আমি এই লাগেজ বেল্টে আর আমার লাগেজ দেব না।”

এত কিছুর পর কোনও ধরনের অভিযোগ নথিভুক্ত করা হয়নি সংশ্লিষ্ট ব্যক্তির নামে, যিনি এই মাংস নিয়ে যাত্রা করছিলেন। টি এস এ-র মনে হয়েছে চিকেনের মাংস কোনওভাবে প্যাকিং থেকে বেরিয়ে এসেছে। যাত্রীর খেয়াল হয়নি যে কৌটোর মুখ ঠিক মতো আটকানোই ছিল না।

ভিডিয়োটি জনসমক্ষে আনার উদ্দেশ একটাই, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। ভবিষ্যতে আর যেন এই ধরনের ঘটনা না ঘটে।

আরও পড়েনViral Video: মাঝ সমুদ্রে মুখোমুখি সাপ! তারপর কী হল দেখুন ভাইরাল ভিডিয়োয়

আরও পড়েন: Viral Video: উড়ন্ত ড্রোন খেয়ে নিল কুমির! ভিডিয়ো শেয়ার করে তাক লাগালেন সুন্দর পিচাই

Next Article