Viral Video: এটাই দেখার বাকি ছিল! চলন্ত মেট্রোতে স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করে ভাইরাল এই যুবতী

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 18, 2023 | 10:09 AM

Viral Video Today: শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ডিএমআরসি শুক্রবার তার টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে সতর্কতা জারি করেছেন। টুইটে বলেছেন, যাত্রীরা যাতে মেট্রোতে রিল তৈরি করতে না পরে, সেই দিকে নজর দিতে হবে।

Viral Video: এটাই দেখার বাকি ছিল! চলন্ত মেট্রোতে স্ট্রেটনার দিয়ে চুল স্ট্রেট করে ভাইরাল এই যুবতী

Follow Us

Viral Video Today: বিগত কয়েকদিন ধরেই দিল্লি মেট্রোর অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেটিজ়েনদের কাছে তা বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষ ভাইরাল হওয়ার জন্য এমন কিছু কাণ্ড করে বসছে, যা সবাইকেই অস্বস্থিতে ফেলছে। আবার এই সবের মধ্যেই এমন কিছু ভিডিয়ো থাকছে, যা দেখে হাসি থামানো দায় হয়ে গিয়েছে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে মেট্রোর ভিতরে একটি মেয়েকে চুল স্ট্রেট করতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োটি দিল্লি মেট্রোর একটি কোচের ভেতরের। নেটিজ়েনদের মতে, ব্যস্ততার মধ্য়ে বাড়িতে চুল স্ট্রেট করার সময় পায়নি। তাই বলে মেট্রোয় মধ্যে কি এই সব করা যায়? আপনি আগে কখনও এমন কাণ্ড দেখেছেন?

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রোয় বেশ কিছু লোক বসে আছে। আবার কেউ কেউ দাঁড়িয়েও আছে। সবার সামনেই মেয়েটি হেয়ার স্ট্রেইটনার দিয়ে চুল স্ট্রেট করছে। মেয়েটি হেয়ার স্ট্রেইটনারটিকে কোচের চার্জিং পয়েন্টে কানেক্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ধৈর্য্য ধরেই স্ট্রেট করে চলেছে। এই দেখে সেখানেই উপস্থিত এক ব্যক্তি এটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।


শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ডিএমআরসি শুক্রবার তার টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে সতর্কতা জারি করেছেন। টুইটে বলেছেন, যাত্রীরা যাতে মেট্রোতে রিল তৈরি করতে না পরে, সেই দিকে নজর দিতে হবে। এই কারণে অন্যান্য যাত্রীরা সমস্যায় পড়েছেন। ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রচুর লাইক ও শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্ট করেও তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “দিল্লিতে বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যায়? দিল্লি মেট্রো থেকে বিদ্যুৎ ব্যবহার করা যায়?” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কত কী করবে, সেটাই দেখা বাকি।”

Next Article