Latest Viral Video: দিল্লি মেট্রোয় (Delhi Metro) প্রতিদিন, প্রতিটা মুহূর্তে কিছু না কিছু ঘটেই চলেছে। কখনও পোশাক নিয়ে বিতর্ক, কখনও যুগলের চুম্বন, কখনও আবার বসার জায়গা নিয়ে দুই যাত্রীর মধ্যে চুলোচুলি, এই সব কিছু নিয়েই দিল্লির বুক চিড়ে রোজ দৌড়য় মেট্রো। এবার দিল্লি মেট্রো উত্তাল হল এক যুগলের ঝগড়ায়। দুজনের কথা কাটাকাটি যে কখন মারামারিতে পরিণত হল, তা বুঝতে-বুঝতেই পরবর্তী স্টেশন চলে এল। আর সেখানেই নেমে গেলেন যুগলে (Couple)। এ ওকে থাপ্পড় মেরে চলেছেন একের পর এক, অপর জনও সেই একই কাজ করে চলেছেন ঘনঘন। শেষমেশ মেয়েটি বলেই ফেলল, ‘তোর মতো নোংরা ছেলে আমি আগে দেখিনি…।’ আর তারপরই তাঁরা দুজনে নেমে গেলেন নিজেদের গন্তব্যে। আর সে সময় মেট্রোয় তাঁদের সহযাত্রীরা হাঁ হয়ে দেখছিলেন ঘরের ঝামেলা বাইরে এসে আসলে কী কাণ্ডটা হয়।
কী কারণে ওই যুগলের বাকযুদ্ধ হাতাহাতিতে রূপান্তরিত হয়েছিল তা আমরা জানতে পারিনি। তবে এটুকু বোঝা গিয়েছে যে, প্রেমিকা রুষ্ট হয়েছিলেন তাঁর মনের মানুষ তাঁকে জনসমক্ষে অসম্মান করছিলেন বলে। তুমি সম্বোধন ভুলেছিলেন দুজনেই। ভালবাসা যেন মেট্রোর কামড়ায় ঘৃণায় পরিবর্তিত হয়েছিল ক্ষণিকের জন্য। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছে যায় যে, মেয়েটি তাঁর বয়ফ্রেন্ডকে বলে বসে, ‘মা’কে আমি সব বলে দেব। এই ভাবে আমাকে সকলের সামনে অসম্মান করেছিস। ছিঃ…।’
गर्लफ्रेंडने बॉयफ्रेंडला काढलं बुकलून, दिल्ली मेट्रोमधील व्हिडीओ व्हायरल pic.twitter.com/bO7BXnYFZ4
— Mandar (@mandar199325) July 13, 2022
@mandar199325 নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়। যুগলের দুজনেই দরজার খুব কাছে দাঁড়িয়েছিলেন। প্রথমেই মেয়েটাই ছেলের মুখে সপাটে একটা থাপ্পড় কষায়। ঝগড়ার শুরুটা মনে হয় দুজনের মধ্যে নীরবেই শুরু হয়েছিল। তারপর এপক্ষ, সেপক্ষ থেকে একের পর এক কিল-চড়-ঘুষি আসতেই থাকল। প্রেমিকা বলল, তুই আমার সঙ্গে কথা বলবি না। প্রেমিকও বলল সেই এক কথা, তুইও আমার সঙ্গে কথা বলবি না।
ক্লিপটি ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলছেন, এটাই আসলে প্রকৃত ভালবাসা। কেউ আবার যোগ করলেন, এমন ভালবাসার দরকার নেই, যেখানে সকলের সামনে একটা মেট্রোয় মারপিট হয়।