Latest Viral Video: প্রায়শই সোশ্যাল মিডিয়ায় প্রাণীদের উদ্ধার করার কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। অনেক সময় দেখা যায় অন্য প্রাণীর ভয়ে কিছু প্রাণী এমন জায়গায় লুকিয়ে থাকে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি ঘোড়াকে উদ্ধার করা হচ্ছে। এই ভিডিয়োটি ফ্লোরিডার। ভিডিয়োয় একটি ঘোড়া সুইমিং পুলে লাফ দেয়। কিন্তু তারপর আর সেখান থেকে উঠে আসতে পারে না। Indian Express-এর প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ঘোড়াকে সুইমিং পুল থেকে বের করে আনা হয়েছে। এই ঘোড়াটি অন্য ঘোড়ার ভয়ে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিল। তারপর আর সেখান থেকে উঠে আসতে পারছিল না। তারপরে এক উদ্ধারকারী দল এসে তাকে উদ্ধার করে।
ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন উদ্ধারকারী পুলে নেমে পড়েছেন। আর কয়েকজন পুলের বাইরেই দাঁড়িয়ে আছেন। পুলের ভিতরে থাকা ব্যাক্তিরা তাকে ধরে রেখেছেন। আর ঘোড়াটিকে দড়ি দিয়ে বেঁধে সুইমিং পুল থেকে বের করা হচ্ছে। ঘোড়াটিকে দেখেও যথেষ্ট ভীত বলে মনে হচ্ছে। তারা বিভিন্ন রকম চেষ্টা করছেন তাকে পুলের বাইরে বের করে আনার। তার জন্য প্রথমে ওই ঘোড়ার শরীরে দড়ি ও ফিতে বেঁধে দেওয়া হয়। তারপরে বেশ কিছুক্ষণের চেষ্টায় ট্রাক্টরের সাহায্যে পুরোপুরি উপরে তুলে আনা হয়।
ভিডিয়োটি শেয়ার করে ফায়ার রেসকিউ বিভাগ লিখেছে, “ঘোড়াটিকে পুল থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।” এখনও পর্যন্ত 1.6 মিলিয়ন মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। এছাড়াও প্রচুর মানুষ লাইক ও শেয়ার করেছেন এই ভিডিয়োয়। একজন ব্যবহারকারী এই ভিডিয়োয় কমেন্ট করেছেন, “এটা দেখে ভাল লাগছে যে, সব কিছু ঠিকভাবে হয়ে গিয়েছে। আর ঘোড়াটিও ঠিক আছে। উদ্ধারকারী দল দুর্দান্ত কাজ করেছে। “