New Car Accident: গ্র্যান্ড ওয়েলকাম! নতুন গাড়ি বাড়ি ঢুকতেই বিপত্তি, পিষে দিল একাধিক বাইক, অল্পের জন্য দুর্ঘটনা এড়াল
Grand Arrival Of Brand New Car: যেই না গাড়িটা মেইন গেট থেকে এই কমপ্লেক্সে প্রবেশ করল, সামনে সার দিয়ে দাঁড়িয়ে থাকা বাইকগুলিকে এক-এক করে ধাক্কা দিতে শুরু করল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, গাড়িটা উল্টে যাওয়ার অবস্থাতেও চলে আসে।
Viral Video Today: গাড়ি চালাতে জানলে ভাল, না চালাতে জানলে আরও ভাল। নতুন গাড়ি মানে আলাদা একটা উন্মাদনা। আর সে গাড়ি যতক্ষণ না বাড়ির গ্যারাজে প্রবেশ করাতে পারছেন, মনে চঞ্চলতা থেকেই যায়। তারপর সে গাড়ি যদি নিজে চালাতে না পারেন, বা সঙ্গে যদি ড্রাইভার না থাকে এবং আনকোড়া কেউ সেই গাড়িটা চালায়, যতক্ষণ না বাড়ি আসছে সেই গাড়ি, মনে একটু ভয় কাজ করে বৈকি! মুম্বইয়ের এক রেসিডেনশিয়াল সোসাইটির একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বইয়ের ওই হাউসিং কমপ্লেক্সের মূল গেট দিয়ে একটি গাড়ি ঢুকল। সম্ভবত সেই গাড়িটি চালাচ্ছিলেন ড্রাইভার। গেটে উৎসুক মন নিয়ে দাঁড়িয়েছিলেন গাড়ির মালিক। সদ্য কেনা হয়েছে গাড়িটি, শোরুম থেকেই সোজা বাড়ি ফিরছিল। গাড়িতে মালাও পরানো ছিল, যা কোনও ভাবে নজর এড়াতে পারে না যে কারও। ও মা! যেই না গাড়িটা মেইন গেট থেকে এই কমপ্লেক্সে প্রবেশ করল, সামনে সার দিয়ে দাঁড়িয়ে থাকা বাইকগুলিকে এক-এক করে ধাক্কা দিতে শুরু করল। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, গাড়িটা উল্টে যাওয়ার অবস্থাতেও চলে আসে।
What a grand arrival home ? pic.twitter.com/ilSeNcKexD
— Sqn Ldr Vinod Kumar (Retd) (@veekay122002) October 7, 2022
টুইটারে বিনোদ কুমার নামের এক ব্যক্তি এই ভিডিয়ো শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখছেন, “এ আবার কেমনতর আগমন?” ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ দেখেছেন, রিটুইটও করেছেন অনেকে। আর ভিডিয়োর কমেন্ট সেকশনে ভরে গিয়েছে নানাবিধ মন্তব্যে।
কেউ এই দুর্ঘটনাকে ট্র্যাজিক বলেছেন, কেউ আবার ড্রাইভারকে নিয়ে মজা করেছেন, কেউ বা এই দুর্ঘটনার ব্যাখ্যা চেয়েছেন যে, কীভাবে এমন কাণ্ড ঘটতে পারে। একজন ইউজার লিখছেন, “আমাদের যথাযথ স্বয়ংক্রিয়তার অভাব রয়েছে। DSG এবং CVT ব্যয়বহুল। বেশিরভাগ ক্লাচলেস যানবাহন, এএমটি, তাৎক্ষণিক পিকআপের জন্য ইঞ্জিনের সঙ্গে থাকে – নিয়ন্ত্রণের অভাবে সম্পূর্ণ হয় না। সঠিক অটোমেটিকগুলিকে আরও ভাল নিয়ন্ত্রণ করতে একটি স্থির পিক-আপ রাখার জন্য ডিজাইন করা হয়েছে, এমন একটি বৈশিষ্ট্য যা লোকেরা প্রশংসা করতে ব্যর্থ হয়।”
আর একজন যোগ করলেন, “মানুষ স্বয়ংক্রিয়ভাবে সুইচ করতে পারে না। ক্রিপিং ফাংশন শুধুমাত্র ব্রেক দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। ম্যানুয়ালগুলিতে, ফর্ম ক্লাচ প্যাডেলে অতিরিক্ত নিয়ন্ত্রণ উপলব্ধ। অটোমেটিক্সে, শুধুমাত্র ডান পা নিযুক্ত করা আবশ্যক। বাম পায়ের কোনও ভূমিকা নেই।”
তৃতীয় জন জুড়লেন, “ব্রেক চেপে এবং স্টিয়ারিং সোজা করার পরিবর্তে, ড্রাইভার আতঙ্কিত হয়ে স্টিয়ারিং আটকে এবং এক্সিলারেটর টিপে ধরেছিলেন। কী করবেন, কিছুই বুঝতে পারছিলেন না।”