Dog, Tiger And Lion: বাঘের কানে কুকুরের কামড়, নীরব দর্শকের ভূমিকায় সিংহ, চিড়িয়াখানায় সাংঘাতিক কাণ্ড
Dog Bites Off Tiger's Ear: কুকুরটিকে দেখা গেল বাঘের কান কামড়াতে। সে আর ছাড়ার নাম নেই। কিন্তু বাঘটি যেন কিছুই করল না। কামড় খেয়েই গেল সে। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।
Viral Video Today: কুকুর ও বিড়াল, দুজনের বনিবনা হওয়া যেন অনেকের কাছেই গল্পের মতো। এক পরিবারে বিড়াল ও কুকুর একসঙ্গে থাকলে খিটিমিটি লেগেই থাকে। যদিও এর অন্যথাও হয়ে থাকে কখনও কখনও আবার। সে যাই হোক। এক বড় বিড়ালের সঙ্গে সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে বসল একটি কুকুর। বড় বিড়াল মানে সেই বাঘমামা, ঠিকই ধরেছেন। পায়ে পড়া তো দূরস্ত। কুকুরটিকে দেখা গেল বাঘের কান কামড়াতে। সে আর ছাড়ার নাম নেই। কিন্তু বাঘটি যেন কিছুই করল না। কামড় খেয়েই গেল সে। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।
না অ্যানিমেটেড কোনও ভিডিয়ো নয়। চিড়িয়াখানার একটি ঘরেই তিনজনকে দেখা যায় এমন ভাবে মিলিত হতে। তিনজন? বাঘ, কুকুর ছাড়া আর কে ছিল সেখানে? ছিল একটি সিংহও, যে বাঘটিকে ওই কুকুরের কামড় দেওয়া অবস্থাটি হাঁ করে তাকিয়ে দেখছিল। ঠিক যেন নীরব দর্শক। চিড়িয়াখানার দর্শকরা এই কাণ্ড দেখে অবাক হয়ে যান। তাঁরাই ভিডিয়োটি রেকর্ড করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল।
View this post on Instagram
ইনস্টাগ্রামে ‘animals_powers’ নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘কুকুর বনাম বাঘ’। এই ভিডিয়ো এর মধ্যে 445k ভিউ এবং 17k লাইক সহ ভাইরাল হয়েছে।
ক্লিপে দেখা গিয়েছে, বাঘের কান কামড়ে ধরে রয়েছে ওই কুকুরটি। অনতিদূরেই বসে সিংহটি। কিন্তু সে যেন বাঘ ও কুকুরের মাঝে আসতে চায় না। তাই নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ। লড়াই থামানোর চেষ্টাও করতে দেখা যায়নি তাকে।
ভিডিওটি দেখার পর নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছিলেন। বলেছিলেন, এই প্রাণীগুলিকে এক ঘেরে রেখে দেওয়া আসলে পশু নিষ্ঠুরতা ছাড়া আর কিসসু না। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “কুকুরটি খুব শীঘ্রই শাস্তি পাবে। একবার কান ছাড়লেই তাকে বাঘটি জব্দ করবে।” আর একজনের বক্তব্য, “কিছু একটা ভুল আছে এখানে। এটা যতদূর মনে হচ্ছে বাঘ নয়।” “আত্মবিশ্বাস একেই বলে, অতিরিক্ত আত্মবিশ্বাসের পরিনাম দেখতে পেলাম না আমরা”, তৃতীয় ব্যবহারকারী যোগ করলেন।