Viral Video: মালাবদলের মুহূর্তে ছিঁড়ে গেল বরমালা, কনেকে অবাক করে এ কী করলেন বর? ভাইরাল হল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

May 04, 2023 | 10:54 AM

Latest Viral Video: যেভাবে নতুন কোনের পাশে দাঁড়ায়, তাতে আপনার কনেকে ভাগ্যবতী বলে মনে হবে। কিন্তু কী এমন ঘটল? বিয়েতে মালাবদল চলাকালীনই এমন কিছু ঘটে যা দেখে আপনি চমকে উঠবেন।

Viral Video: মালাবদলের মুহূর্তে ছিঁড়ে গেল বরমালা, কনেকে অবাক করে এ কী করলেন বর? ভাইরাল হল ভিডিয়ো

Follow Us

Viral Video Today: বছরের শুরু থেকেই সোশ্য়াল মিডিয়ায় বিয়ের প্রচুর ভিডিয়ো ভাইরাল হয়েছে। তার মধ্য়ে এমন অনেক ভিডিয়োই হয়েছে, যা দেখে চোখ ফেরানো দায় হয়ে যায়। বিয়ের দিনটি বর ও কনের জন্য সবসময়ই স্পেশাল। বর-কনে সহ বাড়ির সবাই বিয়ের কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে। বিয়েকে স্মরণীয় করে রাখতে কত কী-ই না অভিনব সব জিনিস করা হয়। কিন্তু বিয়েতে মালাবদল চলাকালীনই এমন কিছু ঘটে যা দেখে আপনি চমকে উঠবেন। কিন্তু তারপরে বর যেভাবে নতুন কোনের পাশে দাঁড়ায়, তাতে আপনার কনেকে ভাগ্যবতী বলে মনে হবে। কিন্তু কী এমন ঘটল? মালাবদল চলাকালীন, হঠাৎই কনের মালাটা ছিড়ে যায়। আর তখন বর যেভাবে সামলান, তা দেখলে আপনার মুখে হাসি আসতে বাধ্য়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছেন বর-কনে। দু’জনেরই হাতে মালা নিয়ে মালাবদলের জন্য তৈরি। অনুষ্ঠান শুরু হতে চলেছে। প্রথমে কনে তার বরের গলায় মালা পরিয়ে দেয়। এরপর বর কনের গলায় মালা পরাতে গেলেই তার হাত থেকে মালা ছিঁড়ে যায়। ব্যাল আর তাতেই চিন্তিত হয়ে পড়েন কোনে। কীভাবে কী হবে কিছুই বুঝতে পারছিলেন না। আর তখনই বর তার থেকে মালাটি নিয়ে বাঁধতে শুরু করেন। বর যেভাবে সমস্যার সমাধান করলেন, তা দেখেই কনের মুখে হাসি ফুটে ওঠে। বর সঙ্গে সঙ্গে কনের গলায় পরিয়ে দেয়।

ভিডিয়োটি ওয়েডিংস আনফোল্ড নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ভিডিয়োটিতে ইতিমধ্য়েই প্রচুর লাইক ও ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলছেন, “বরকে এমনভাবে দেখে খুব ভাল লাগল।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “মেয়েটি সত্যিই ভাগ্যবতী।”

Next Article