Viral Video Today: রোজকার যাতায়াতে অনেকেই বাসে ওঠেন। অফিস টাইমে তো বাসগুলোয় এত ভিড় হয় যে, উঠতে পারাই চ্যালেঞ্জের কাজ হয়ে যায়। কনট্রাকটর যতই বলুন না কেন বাস একদম ফাঁকা রয়েছে, তা আদতে থাকে না। ফলে কষ্ট করেই অনেকে গেটের সামনেটায় দাঁড়ানোর মতো জায়গা করে নেন। আর সেভাবেই পুরো রাস্তাটা চলে আসেন। বাস একদিকে হেলে গেলেও লোক তুলতেই থাকেন বাসে। তার উপর যদি অনেক দূরের কোনও বাস হয়, তাহলে তো কথাই নেই। বর্তমানে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়ে অত্যন্ত বিপজ্জনক উপায়ে বাসে উঠছে। সাধারণত দরজা দিয়েই ওঠেন সব মানুষ। কিন্তু মেয়েটি দরজা দিয়ে ওঠার জায়গা না পেয়ে, সুযোগ খুঁজলো জানলা দিয়ে বাসের ভিতর ঢোকার। ব্যাস! যেমনটা ভেবেছিলেন, তেমনটাই হল। বাসের জানলা দিয়েই ঢুকে গেল ভিতরে। ভিডিয়োটি দেখলে আপনি অবাক হবেন।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভিড় বাস এসে থামতেই অনেকে তাতে ওঠার চেষ্টা করছে। তবে গেটে আগে থেকেই লোকে গেটে ঝুলছে। কারও ওঠার মতো বিন্দু মাত্র জায়গা নেই। তবু একটি মেয়ে তাতে উঠবে। তার জন্য চেষ্টাও চালাচ্ছে। তবে তা দরজা দিয়ে নয়, জানলা দিয়ে। মেয়েটি জীবনের ঝুঁকি নিয়ে বাসের জানলা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করল। কারণ বাসে এত ভিড় যে গেটের পাশ থেকে মানুষ ঢুকতে পারছে না। বাসের ভিতরে বসা একজন তার হাতটি টেনে ধরতেই সে উঠতে থাকল। কিন্তু ততক্ষণে বাস ছেড়ে দিয়েছে। আর মেয়েটি ঢোকার চেষ্টা করছে। অবশেষে সে ঢুকতে পারল। তাই দেখে রাস্তায় যারা দাঁড়িয়ে ছিলেন, তারা এই কাণ্ড ভিডিয়ো করতে থাকলেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত অনেক লাইক এসেছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “একটা বাস ধরার জন্য এভাবে জীবনের ঝুঁকি নেওয়া একেবারেই ঠিক নয়।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “বাসের ভিতরে যিনি ছিলেন, তারও উচিত হয়নি মেয়েটিকে ওভাবে ধরে তোলা। তাকে বরং বারন করা উচিত ছিল।”