বিয়ের দিন যে শুধু কনেরাই চান তাঁদের সবচেয়ে সুন্দর দেখতে লাগুক, তা কিন্তু নেই। এদিক থেকে মোটেই পিছিয়ে নেই পাত্ররাও। ডিজাইনার পোশাক, ম্যাচিং জুতো, গয়না ও অন্যান্য অ্যাকসেসরিজ- সবই বেশ পরিপাটি থাকে নতুন বরের সাজেও। কিন্তু তাই বলে নিজের বিয়েতে কেউ যে এত বড় ‘সেহেরা’ বাঁধতে পারেন, তা বোধহয় না দেখলে বিশ্বাস করা যেত না। নতুন বরের এই ‘সেহেরা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। হাসির রোল উঠেছে নেটিজ়েনদের মধ্যে। ভাইরাল হয়েছে ভিডিয়োও।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা একটি ‘সেহেরা’ বেঁধেছেন বর। ভারতীয় বিয়েতে বরের মুখ ঢাকার জন্যই মূলত ফুল, জরি এসব দিয়ে বানানো ‘সেহেরা’ পরার চল রয়েছে। মুখের সামনের অংশে থাকে এই সেহেরা। মাথার পিছন দিয়ে বাঁধা থাকে। আর লম্বায় বুক অবধি থাকে সেহেরা। কিন্তু এই বরের ক্ষেত্রে তো সেহেরা লম্বায় একদম পা পর্যন্ত পৌঁছে গিয়েছে। গোলাপ আর সাদা ফুলের মিশেলে তৈরি হয়েছে এই সেহেরা। ভিডিয়োতে দেখা গিয়েছে, বরের কোমর আর কাঁধের পাশ দিয়েও জড়ানো রয়েছে একটা মোটা মালা। পরনে শেরওয়ানি। মাথায় পাগড়ি। এমন ভারী সেজেও এই বর এত সাবলীল কীভাবে রয়েছেন তা দেখেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনদের একাংশ।
দেখুন সেই ভিডিয়ো
এই ভিডিয়ো কবে, কোথায় তোলা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে সূত্রের খবর, পাত্রের নাম আব্দুল খাদির। তাঁর এমন ভারী পা অবশি লম্বা সেহেরা দেখে নেটিজ়েনরা প্রশ্ন করেছেন, ‘এটা ফুলের তৈরি সেহেরা নাকি যুদ্ধক্ষেত্রে যাওয়ার বর্ম?’ অনেকে তো এও বলেছেন যে, বিয়ে করতে নয়, এই বর নির্ঘাত যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। নাহলে এ ভাবে কেউ মুখ বর্মের আড়ালে ঢেকে রাখে নাকি। নেটিজ়েনদের হাসি মশকরার মধ্যেই এই ভিডিয়োতে প্রায় ৩ লক্ষের বেশি লাইক পড়েছে। ইনস্টাগ্রামের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অন্যান্য মাধ্যমেও এই ভিডিয়ো ভাইরাল হয়েছে বলে শোনা গিয়েছে। গত মাসে এই ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল। ক্রমশ বাড়ছে ভিউ আর লাইক। সেই সঙ্গে পাল্লা দিয়ে কমেন্ট বক্সে জমছে নেটিজ়েনদের মজার মন্তব্য।
আরও পড়ুন- Viral Video: বুর্জ খলিফার মাথায় বিমানসেবিকা! এমিরেটসের বিজ্ঞাপন নিয়ে হইচই নেট দুনিয়ায়