ধরুন আপনি বাইক চালিয়ে কোথাও যাচ্ছেন। সেই বাইকে আপনার সঙ্গে যাচ্ছে একটি কোবরাও। ভাবলেই শিহরিত লাগছে তাই তো? এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনে শহরে । একটি কোবরা বাইক সফরে বেরিয়েছিল এক আরোহীর সঙ্গে। আরোহী গুনাক্ষরে টেরও পাননি কাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। জানতেই ভয়ে-আতঙ্কে নাজেহাল দশা। ভাইরাল ঘটনায় তোলপাড় নেট দুনিয়া।
ব্যক্তি পুনের নিমাগাঁও কেতকী গ্রামের বাসিন্দা অধ্যাপক সোপান ভোংগ। মঙ্গলবার রোজকার কাজের শেষে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মাঝপথে বাইকের গতি বাড়ান। তখনই শুনতে পান গাড়ির ভিতর থেকে ফিসফিস শব্দ ভেসে আসছে। প্রথমে বিষয়টিকে হালকাচ্ছলেই নিয়েছিলেন। কিছু সময় পর লক্ষ্য করেন আওয়াজ থামার নাম নেই। বরং বেড়েই চলেছে। সন্দেহ হয়। তারপর বাইক থামিয়ে দেখেন, কিছু একটা আটকে রয়েছে হ্যান্ডেলে। সঙ্গে সঙ্গে হ্যান্ডেল থেকে কভার সরিয়ে যা দেখেন, তাতেই চক্ষু ছানাবড়া!
দেখেন, একটি কোবরা আটকে রয়েছে বাইরে হ্যান্ডেলে। সাপটি বেরোতে পারছে না কোনওভাবেই। অবস্থা শোচনীয়। কোবরাকে দেখে ভয় আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা অধ্যাপকে। এদিক-ওদিক হলেই প্রাণ যাবে। তাই সাপটিকে বিন্দুমাত্র বিরক্ত না করে কোনও মতে সাহস সঞ্চয় করে সোজা গ্যারাজে চলে আসেন। এক সাপুড়েকে ডাকা হয় তৎক্ষণাৎ। সেই সাপুড়ে এসে সাপটিকে বাইক থেকে বের করেন।
৫ ফিট লম্বা কোবরা। তাকে ছেড়ে আসা হয় জঙ্গলে। ভাবুন!
আরও পড়ুন: Viral Video: বুর্জ খলিফার মাথায় বিমানসেবিকা! এমিরেটসের বিজ্ঞাপন নিয়ে হইচই নেট দুনিয়ায়
আরও পড়ুন: Viral Video: বিয়ের আসরে এ কী কাণ্ড! চমকে গেলেন খোদ বর-কনে, কী ঘটেছিল দেখুন ভিডিয়োতে