Viral Video: বিয়ের আসরে এ কী কাণ্ড! চমকে গেলেন খোদ বর-কনে, কী ঘটেছিল দেখুন ভিডিয়োতে
বেশ হাসি মুখেই এগিয়ে আসছিলেন বর-কনে। হঠাৎই চমকে গিয়ে দাঁড়িয়ে পড়লেন কনে। চোখে-মুখে হতবাক হওয়ার অভিব্যক্তি স্পষ্ট। তাঁর দেখাদেখি সামনের দিকে তাকিয়ে চমকে যান বরও।
বিয়ের দিনটা সমস্ত বর-কনের কাছেই খুব স্পেশ্যাল। জীবনের এই বিশেষ দিনে প্রত্যেকেই চান, তাঁকে যেন সবচেয়ে সুন্দর দেখতে লাগে। সেই কথা ভেবেই চলে রাজকীয় সাজসজ্জা। আর ভারতীয় বিয়ের আচার-অনুষ্ঠান, রীতি-নীতি, পাত্র-পাত্রীর সাজপোশাক, সবেতেই কিন্তু থাকে একটা আলাদা মাত্রা। ট্র্যাডিশনাল সাজে বর-কনের প্রতিটি স্পেশ্যাল মুহূর্ত লেন্সবন্দি করে ফেলেন বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ক্যামেরাম্যানরাও। আজকাল তো বিয়েবাড়িতে ওঁদেরই রমরমা। কিন্তু সেই ক্যামেরাম্যানদের সঙ্গেই যে ভরা বিয়েবাড়িতে এমন কাণ্ড ঘটবে তা কে জানত! ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছেন নতুন বর এবং বউও। কিন্তু ঠিক কী হয়েছিল?
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একদম রাজকীয় পোশাকে বিয়ের আসরে হাজির হয়েছেন বর এবং কনে। লাল লেহেঙ্গায় সেজেছেন কনে। হাতে ফুলের তোড়া। পাশে রয়েছেন তাঁর সর্দারজি বর। মাথায় পাগড়ি, হাতে তরোয়াল, পরনে সাদা শেরওয়ানি। বর-বউয়ের সাজপোশাক একদম ‘পিকচার পারফেক্ট’। বেশ হাসি মুখেই এগিয়ে আসছিলেন তাঁরা। হঠাৎই চমকে গিয়ে দাঁড়িয়ে পড়লেন কনে। চোখে-মুখে হতবাক হওয়ার অভিব্যক্তি স্পষ্ট। তাঁর দেখাদেখি সামনের দিকে তাকিয়ে চমকে গিয়েছেন নতুন বরও। তাঁর মুখের অভিব্যক্তিও ছিল দেখার মতো। কিন্তু কী এমন হল যে এত চমকে গেলেন বর-কনে?
দেখুন ভিডিয়ো
View this post on Instagram
মুহূর্তের মধ্যেই ওই ভিডিয়োতে খোলসা করে দেওয়া হয়েছে আসল ব্যাপারটা। দেখা গিয়েছে, বিয়েবাড়ির ভেন্যুতে থাকা একটি পুলে পড়ে গিয়েছেন এক ক্যামেরাম্যান। বর-কনের ‘স্পেশ্যাল মোমেন্ট’ ক্যামেরায় ক্যাপচার করতে তিনি এতই মগ্ন ছিলেন যে হুঁশ ছিল না কখন একদম পুলের ধারে পৌঁছে গিয়েছেন তিনি। তারপর আর কী, একটু বেসামাল হতেই ক্যামেরা সমেত সটান জলে পড়েছেন ওই যুবক। তড়িঘড়ি অবশ্য তাঁর আর এক সঙ্গী তাঁকে পুল থেকে টেনে তুলেছেন। ততক্ষণে অবশ্য ভিজে হাল খারাপ হয়ে গিয়েছে ওই ক্যামেরাম্যানের। গোটা ঘটনায় প্রাথমিক ভাবে বর-কনে সহ বিয়েবাড়ির সকলে চমকে গেলেও পরক্ষণেই উঠেছিল হাসির রোল। হতবাক হয়ে খানিকক্ষণ তাকানোর পর হেসে ফেলেন কনে। তাঁকে দেখে হেসে দেন নতুন বরও। এমনকি জল থেকে উঠে হাসতে দেখা গিয়েছে ওই ক্যামেরাম্যান যুবক এবং তাঁর উদ্ধারকারী সঙ্গীকেও। এই ঘটনায় বিয়েবাড়িতে আগত বাকি অতিথিদের মধ্যেও উঠেছিল হাসির রোল।
আরও পড়ুন- Viral Video: ফ্যান্টা অমলেট! চেখে দেখবেন নাকি? জনতার চাহিদাতেই নাকি তৈরি হয় এই অদ্ভুত খাবার