Viral Video: ফ্যান্টা অমলেট! চেখে দেখবেন নাকি? জনতার চাহিদাতেই নাকি তৈরি হয় এই অদ্ভুত খাবার
এক প্লেট ফ্যান্টা অমলেটের দাম ২৫০ টাকা। কিন্তু কী এমন থাকে এই অমলেটে যে তার এত চাহিদা? আর দামও এত বেশি?
ফ্যান্টা দিয়ে ডিমের অমলেট! এমন রেসিপি খাওয়ার কথা তো দূরে থাক, বানানোর কথাও ভাববেন না কেউ। কিন্তু সুরাটের একটি ফুড স্টলে রমরমিয়ে বিক্রি হয় এই অদ্ভুত পদ। দোকানদার বলছেন, ‘পাবলিক ডিম্যান্ড’- ই নাকি ফ্যান্টা দিয়ে অমলেট তৈরির অন্যতম কারণ। শুধু ফ্যান্টা নয়, থাম্বস-আপ, কোকাকোলা, স্প্রাইট- এইসব ঠাণ্ডা পানীয় দিয়েও নাকি ডিমের অমলেট তৈরি হয় সুরাটের ওই দোকানে।
সম্প্রতি ফ্যান্টা দিয়ে অমলেট তৈরির একটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে নেটিজ়েনরা এতই অবাক হয়েছেন যে তাঁরা বলছেন, এমন অদ্ভুত রেসিপি দেখে ঠিক কী বলা উচিত সেটাই বুঝতে পারছেন না। অনেকে অবশ্য এই রেসিপি বানানোর প্রয়াস করবেন বলেছেন। তবে আর একদল নেটিজ়েন অবশ্য সাফ জানিয়ে দিয়েছে এমন আজব খাবার মোটেও চেখে দেখতে রাজি নন তাঁরা।
জানা গিয়েছে, এক ফুডব্লগার তাঁর ইউটিউব চ্যানেল India Eat Mania- তে প্রথম এই ফ্যান্টা অমলেট তৈরির ভিডিয়ো পোস্ট করেছিলেন। তারপর তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ওই ভিডিয়োতেই এই ফুডব্লগার দোকানিকে জিজ্ঞেস করেছিলেন এমন অদ্ভুত রেসিপি তৈরির কারণ কী? দোকানদারের স্পষ্ট জবাব পাবলিক ডিমান্ডেই এই ফ্যান্টা অমলেট তৈরি করেন তিনি। এক প্লেট ফ্যান্টা অমলেটের দাম ২৫০ টাকা। কিন্তু কী এমন থাকে এই অমলেটে যে তার এত চাহিদা? আর দামও এত বেশি?
দেখুন ‘ফ্যান্টা অমলেট’ তৈরির ভাইরাল ভিডিয়ো
Mom come pick me they're frying Fanta with eggs. pic.twitter.com/EcvoXszmTK
— Eesha (she/her) (@Agabaai) August 4, 2021
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রথমে তিনটে ডিম হাফ ফ্রাই করে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ কুসুমগুলো ডিপ ফ্রাই হয়নি। দ্বিতীয় ধাপে বিভিন্ন মশলাপাতি দিয়ে তৈরি হয়েছে একটি টক-ঝাল-মিষ্টি চাটনি। একদম শেষ পর্যায়ে আবার একটি গ্রেভি তৈরি করে ওই অমলেটের ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এই গ্রেভিতেই মেশানো হয় ফ্যান্টা। কী ভাবছেন? ভিডিয়ো দেখে বাড়িতে একবার ‘ফ্যান্টা অমলেট’ বানিয়ে চেখে দেখবেন নাকি?
আরও পড়ুন- Viral Video: জ্যান্ত সাপ চিবিয়ে খাচ্ছেন যুবক! কারণ জেনে ক্ষোভে ফুঁসছে নেট দুনিয়া, দেখুন ভিডিয়ো