Viral Dance Video: ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর নাচের ভিডিয়ো! এই পুলিশকর্মী আদতে কে?
মহারাষ্ট্রের মহিমের বাসিন্দা অমল কাম্বলে এর আগে নিজের সন্তানদের সঙ্গেও নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
ফের একবার মন জয় করে নিলেন মুম্বই পুলিশের কনস্টেবল অমল যসবন্ত কাম্বলে।সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়ে গিয়েছে তাঁর দুরন্ত নাচের স্কিলের ভিডিয়ো। ৩৮ বছরের এই মুম্বই পুলিশের পোস্ট করা সাম্প্রতিক নাচের ভিডিয়োতে দেখা যাচ্ছে, আপ্পু সিনেমার দুর্দান্ত গান আয়া হ্যায় রাজা গানের সঙ্গে সমান তালে তাল মেলাচ্ছেম তিনি। আর সেই নাচের ভিডিয়োই বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত ২.৩১ হাজার ইউজার্স ভিউ করেছেন।
প্রসঙ্গত, মুম্বইয়ের নাইগাঁও পুলিশ হেডকোয়াটার্সে পোস্টিং এই পুলিশের।দেশের আইনরক্ষক হওয়া সত্ত্বেও নিজেরে প্যাশনকে কখনও মারতে চাননি। মনের আনন্দে মরাঠি ও হিন্দি সিনেমার বিভিন্ন মজাদার গানের সঙ্গে তাল মিলিয়ে দুরন্ত নেচে যান। সেই নাচের ভিডিয়োগুলিই তিনি ইন্সটাগ্রামে শেয়ার করেন। এর আগে বলিউডের জনপ্রিয় আইটেম গানের সঙ্গে দুর্ধর্ষ নাচের ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেই ভিডিয়ো সূত্র ধরেই তিনি সোশ্যাল মিডিয়ায় এখন অতিপরিচিত মুখ হয়ে গিয়েছেন । গত সপ্তাহেই এই মুম্বই পুলিসের নাচের ভিডিয়োটি অনলাইনে ভাইরাল হয়ে যায়।
View this post on Instagram
তাঁর কথায়, ‘অন-ডিউটি পুলিশকর্মী অবস্থায় টু-হুইলার রাইডাররা মাস্ক ঠিকভাবে পরেছেন কিনা বা কেন পরেননি, সেই বিষয়ের উপর ভিত্তি রেখে নাচ করা হয়। বিশেষত এই বিষয়টিই আমার নাচের ভিডিয়োর প্রাথমিক থিম। তারপর রাইডার ও পুলিশকর্মীটি জনপ্রিয় গানের সঙ্গে নাচ করেন।’
মহারাষ্ট্রের মহিমের বাসিন্দা অমল কাম্বলে এর আগে নিজের সন্তানদের সঙ্গেও নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তাঁর মতে, ‘একজন পুলিশকর্মী হিসেবে দেশের আইনশৃঙ্খলা যেমন রক্ষা করা আমার কর্তব্য, তেমনি সাধারণ মানুষজনকে সুরক্ষা দেওয়াও আমার কর্তব্য। কিন্তু আমার অফ-ডেগুলিতে আমার সন্তানদের সঙ্গে তুমুল নাচি, আনন্দ করি।’
View this post on Instagram
আরও পড়ুন: Viral Video: রামধুন রঙের পাইথন দেখেছেন কখনও? ভাইরাল ভিডিয়ো দেখে আঁতকে উঠবেন আপনিও