বিয়েবাড়ি মানেই প্রতিটা মুহূর্তে আনন্দ, ফুর্তি আর খাওয়াদাওয়া। তাই তো বছরে একটাও বিয়েবাড়ি কেউ মিস করতে চান না। তা কি শুধু লোভনীয় পদগুলি খাবার জন্য? একদমই না। বরং, যে অফুরান আনন্দটা সেখান থেকে পাওয়া যায় সেটাই হল বিয়েবাড়িতে হাজির হওয়ার আসল উদ্দেশ্য। তবে এবার এক বিয়েবাড়িতে যা ঘটল, তা ঘটার পর যদি নিমন্ত্রিতরা কেউ না থাকতেন, তাহলেই সবথেকে খুশি হতেন বর। লজ্জায় লাল হওয়ার পরিমাণটা তার অনেকটাই কম হত। তখন বিয়ের চরম মুহূর্ত। মালাবদল করছিলেন বর (Groom)। ঠিক এমন সময় তাঁর ঢলঢলে পাজামাটা (Trousers) খুলেই পড়ে গেল। ব্যস! কে আর দেখে তারপর। ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ব্যাপক ভাইরাল (Viral Video) হয়েছে সেই ভিডিয়ো।
খুব ছোট্ট একটা ভিডিয়ো। কিন্তু যতক্ষণ এই ভিডিয়োটা দেখবেন, চোখের পাতা নড়বে না আপনার। ভিডিয়োটা শুরু হতেই দেখা গেল, স্টেজে দাঁড়িয়ে রয়েছেন বর ও কনে। আর তাঁদের দুজনের হাতেই দুটো ফুলের মালা। এমন একটা সিরিয়াস সময়ে বর যখন কনের গলায় মালা পরাতে যাবেন, ঠিক তখনই তাঁর ঢলঢলে পাজামাটা খুলে পড়ে যায়। আর তা দেখে খিলখিল করে হাসতে থাকে কনে। শুধু কনে কেন। সেখানে আর যাঁরা যাঁরা ছিলেন, সকলেই হেসে কুটিপাটি খাচ্ছিলেন। তাঁর সঙ্গে কী ঘটনা ঘটে গেল, সেটা কিছুক্ষণ পরে অনুধাবন করে ওঠে বর। তারপর সে নিজেও হাসতে থাকে। আর কনে এদিকে তাঁর হাসি যেন থামাতেই পারে না।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ভুতনি কে মিমস নামক একটি পেজ থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “দেখার জন্য একটু অপেক্ষা করুন।” মাত্র দু’দিন আগে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। আর এর মধ্যেই সেই ভিডিয়োর ভিউ প্রায় ১০ হাজারের কাছাকাছি হয়ে গিয়েছে। বহু মানুষ লাইকও করেছেন তাতে। আর কমেন্ট সেকশন তো হাসির ইমোটিকনসে একপ্রকার ভরে গিয়েছে।
বিয়েবাড়ি আর তাতে খানিক বিব্রত হওয়ার মতো অবস্থা যেন এ দেশে চলতেই থাকে। দিন কয়েক আগে আরও একটি ঘটনা সামনে এসেছিল। বিয়ের সব কিছু ঠিক ছিল। বর-কনেও হাজির হয়ে গিয়েছিল। কিন্তু বর বিয়ে করতে আসার কিছু ক্ষণ পরেই কনে তাঁর মাথায় হাত দেন। আর তাতে বরের পটচুলা খুলে যায়। কনে শেষমেশ প্রচণ্ড রেগে গিয়ে ওই টেকো বরকে বিয়ে করবেন না জানিয়ে দেন।