জীবনে আমরা কখনও না কখনও একবার অন্তত আলাদিনের জাদুর মাদুরে আকাশে ওড়ার স্বপ্ন দেখেছি। আপনার কাছে যা স্বপ্ন, তা-ই বাস্তবে করে দেখালেন গুরুগ্রামের এক যুবক। তবে তিনি আকাশে উড়তে পারছেন না ঠিকই। কিন্তু তার কাছে সত্যিই যেন এক আশ্চর্য যান রয়েছে, যার কিছুটা কার্পেটের মতো। সেই অবাক যানে লাগানো রয়েছে চাকা, সেই চাকায় ভর দিয়ে তিনি চলে যাচ্ছেন যেখানে খুশি। গুরুগ্রামের এই ঘটনা সকলকে অবাক করে দিয়েছে।
নেটিজ়েনরা গুরুগ্রামের এই যুবককে নিয়ে মজাদার সব মন্তব্য করেছেন। কেউ তো এমনও বলেছেন যে, দিল্লি-সহ সমগ্র ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের আকাশের যা অবস্থা, দূষণে রাস্তা আর আকাশ যেন এক হয়ে গিয়েছে। তবে এই ভিডিয়ো আজকের নয়, চলতি বছরের জানুয়ারিতে তা আপলোড করা হয়েছিল। সম্প্রতি তা নতুন করে ভাইরাল হয়েছে। এই ভিডিয়োর স্রষ্টা কনটেন্ট ক্রিয়েটর কেভিন কোল। আলাদিনের বেশ ধারণ করে তিনিই এভাবে গুরুগ্রামের রাস্তায় জাদুর কার্পেটে ভর করে যাতায়াত করছিলেন।
কেভিন এই ভিডিয়ো পোস্ট করে লিখছেন, গুরুগ্রামে প্রথম আলাদিন ম্যাজিক কার্পেট প্র্যাঙ্ক। অর্থাৎ তিনি যে প্র্যাঙ্কের জন্যই ভিডিয়োটি করেছেন, বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন ক্যাপশনে। পাশাপাশি কমেন্ট সেকশনে তিনজন বন্ধুকে ট্যাগ করলে ফ্রি-তে ম্যাজিক কার্পেট রাইডেরও অফার দিয়েছেন তিনি। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
নেটিজ়েনদের একজন বলছেন, ‘খুবই মজাদার একটা ভিডিয়ো। আমার দিনটাকে ভাল করে দিল ভিডিয়োটা।’ কৌতূহলী এক ব্যক্তির প্রশ্ন, ‘এই সাহসী স্টান্টের জন্য আপনাকে কি কোনও আইনি পরিণতির সম্মুখীন হতে হয়েছিল?’ তৃতীয় একজন জুড়লেন, ‘আকর্ষণীয় ঠিকই। তবে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য। পাবলিক প্লেসে এই ধরনের কাজ করা ঝুঁকির কারণ হতে পারে।’