Latest Viral Video: সাপেরা সবসময়ই আমাদের মুগ্ধ করে। কত ভয়ঙ্করই হোক না কেন তারা, তাদের অদ্ভুত রং, বিরাট আকার এবং সর্বোপরি আক্রমণের ধরন আমাদের হতবাক করে। এই পৃথিবীতে যে কত ভিন্ন ধরনের সাপ (Snake) আছে, কত ভিন্ন প্রজাতির সাপ আছে, কত ভিন্ন রঙের সাপ আছে, সেই সংখ্যাটা বোধহয় সত্যিই গুনে ওঠা কারও পক্ষেই সম্ভব নয়। কিন্তু সাপ কি কখনও হাঁই (Yawn) তুলতে পারে? এমনটা আপনি আগে কখনও শুনেছিলেন? যদি না শুনে থাকেন, তাহলে এবার দেখে নিন। সম্প্রতি একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানে একটি সাপকে হাঁই তুলতে দেখা গিয়েছে।
টুইটারে TerrifyingNatur নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে সবুজ রঙের পেল্লাই একটি সাপ দেখা গিয়েছে। দেখা গেল, সাপটি হাঁ মুখ করে বিরাট হাঁই তুলছে। আর তাতে সরীসৃপটির মুখের ভিতরটা যে ভাবে দেখা যাচ্ছে, তা আগে সম্ভবত একটা কাছ থেকে কেউ চাক্ষুষ করেননি। সাপের ভিডিয়ো দেখে সচরাচর আমরা অবাক হই, হতচকিত হই, কখনও বা খুব ভয় লাগে। কিন্তু এই ভিডিয়োটা দেখলে আপনার বেশ মজাই লাগবে!
Have you ever seen a snake yawn? pic.twitter.com/zgbYJhtYVs
— Terrifying Nature (@TerrifyingNatur) May 2, 2023
2 মে, মঙ্গলবার ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 47.9K। প্রচুর মানুষ এই ভিডিয়ো রিটুইট করেছেন। কমেন্টও করেছেন অগুনতি মানুষ।
একজন বলছেন, “রোজ সকালে আমার স্ত্রী এই ভাবে হাঁই তোলে।” আর একজন যোগ করলেন, “সাপের মুখের ভিতরটা এত কাছ থেকে প্রথম বার দেখলাম।” তৃতীয় জনের বক্তব্য, “এরকম সাপ যদি আমার সামনে এসে হাঁই তুলতে শুরু করে, তাহলে আমার তখনই হার্ট অ্যাটাক করবে।”