Viral Video: রান্নাঘরে গৃহবধূর ‘মশলাদার’ নাচ ঝড় তুলল নেটপাড়ায়, শাশুড়ির মুচকি হাসি জিতল অনেকের মন!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 10, 2023 | 8:30 PM

Viral Video Today: রাতের খাবার তৈরি হচ্ছিল ওই পরিবারের। পরিবারের তিন সদস্য মিলে রান্নাঘরে ছিলেন সে সময়। তরকারি রান্না করছিলেন এক মহিলা। এদিকে গৃহবধূর শাশুড়ি সে সময় ময়দা মাখছিলেন। আর রুটি বেলার কথা গৃহবধূর। কিন্তু ময়দা যে পুরোপুরি মাখা হয়নি তখনও। কী করবেন সেই গৃহবধূ।

Viral Video: রান্নাঘরে গৃহবধূর মশলাদার নাচ ঝড় তুলল নেটপাড়ায়, শাশুড়ির মুচকি হাসি জিতল অনেকের মন!
ব্যাপক ভাইরাল হল গৃহবধূর নাচ!

Follow Us

Latest Viral Video: শাশুড়ির সামনেই জোরদার নেচে ভাইরাল হলেন এক গৃহবধূ। রান্নাঘরে সে সময় রান্না হচ্ছিল। এমনই পরিস্থিতিতে গৃহবধূ যে কায়দায় নাচ ধরলেন, অবাক হয়ে গেলেন সকলে। পরিবারের অন্যান্য সদস্যরাও সে সময় রান্নাঘরে হাজির হয়ে গিয়েছিলেন বাড়ির আদরের গৃহবধূর নাচ দেখতে। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল।

রাতের খাবার তৈরি হচ্ছিল ওই পরিবারের। পরিবারের তিন সদস্য মিলে রান্নাঘরে ছিলেন সে সময়। তরকারি রান্না করছিলেন এক মহিলা। এদিকে গৃহবধূর শাশুড়ি সে সময় ময়দা মাখছিলেন। আর রুটি বেলার কথা গৃহবধূর। কিন্তু ময়দা যে পুরোপুরি মাখা হয়নি তখনও। কী করবেন সেই গৃহবধূ। অগত্যা, নাচ শুরু করে দিলেন। বেলন চাকি হাতে নিয়েই নাচতে লাগলেন তিনি।

মহিলার শাশুড়ি তাঁর দিকে একটা লুক দিলেন। বউমার নাচ দেখে খানিক হাসিও জুড়লে তিনি। এদিকে গৃহবধূ সে সবে তোয়াক্কা না করে নাচতে লাগলে। এমনই নাচলেন যে, হার মানতে পারেন সিনেমার আইটেম ডান্সারও। ভিডিয়োটা দেখলে কোনও অংশে আপনার হিন্দি সিনেমার আইটেম নম্বরের থেকে কম মনে হবে না। ওই গৃহবধূর পরনে ছিল একটি বেগুনি বর্ণের শাড়ি।


ভিডিয়োটি ইনস্টাগ্রামে Promila Hindwan Prodia নামের এক ব্যবহারকারী শেয়ার করেছেন। খুব সম্ভবত ওই মহিলা তাঁর নিজেরই ইনস্টা পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশন থেকে বোঝা গিয়েছে তা। মাত্র 11 ঘণ্টা আগে শেয়ার করা এই ভিডিয়োর ক্যাপশনে মহিলা লিখছেন, ‘আমার প্রথম ভিডিয়োতে এত ভালবাসা প্রদর্শনের জন্য অনেক ধন্যবাদ। আরও একটু বেশি ভালবাসা দিয়ে ভিডিয়োটা ভাইরাল করে দিন প্লিজ়।’

ভিডিয়োটে নেটিজ়েনরা নানাবিধ মন্তব্যও করেছেন। অনেকেই বলেছেন, এই মহিলার ভাগ্য খুবই ভাল, কারণ এমন একজন শাশুড়ি পেয়েছেন তিনি। আর একজন জুড়লেন, ‘আপনার শাশুড়িকে আমি সাধুবাদ জানাতে চাই। কারণ, তিনি আপনাকে খুব ভাল বোঝেন।’

Next Article