Latest Viral Video: বাঘ জঙ্গলের অন্যতম শক্তিশালী প্রাণী। তবুও, থাইল্যান্ড, দুবাইয়ের মতো বেশ কিছু দেশে পোষ্য প্রাণী হিসেবে বাঘের দেখা মেলে। দুবাই বা থাইল্যান্ড বেড়াতে যান যাঁরা, তাঁদের অনেককেই দেখা যায় বাঘকে দুধ খাওয়াতে, পাড়ার পোষ্য কুকুরের মতো পাশে বসিয়ে ছবি তুলতে। কিন্তু বাঘ পোষ্য হলেও যে তা কতটা বিপজ্জনক হতে পারে, তার প্রমাণ মিলল সাম্প্রতিকতম একটি ভাইরাল ভিডিয়োতে। এক মহিলা বাঘের সঙ্গে আপাতদৃষ্টিতে স্নেহপূর্ণ মুহূর্ত শেয়ার করছিলেন।
সবই ঠিক ছিল। মহিলা ওই বাঘটিকে বিভিন্ন ভাবে আদর করছিলেন। বাঘটিও মহিলার প্রতি তার আদরমাখা ভাব প্রকাশই করে আসছিল। কিন্তু হঠাৎই ঘটল বিপত্তি। বাঘটি মহিলার কনুই ও পা চেপে ধরে আক্রমণাত্মক হয়ে ওঠে। আর তখনই পরিস্থিতি বিভীষিকাময় মোড় নেয়। তবে মহিলা কিন্তু তার জন্য ভয় পেয়ে পালানোর চেষ্টা করেননি। বরং, তিনি সাহস ও অধ্যবসায় প্রদর্শন করে এবং প্রাণীটিকে আর উত্তেজিত না করে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন। তবে একটা সময় বাঘের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই মহিলা সাহায্যের জন্য মরিয়া অঙ্গভঙ্গি করতে থাকেন।
বাঘকে পোষ মানাতে গেলে যে কতটা ভয়ঙ্কর হতে পারে, শক্তিশালী শিকারীদের কাছে মানুষের দুর্বলতা যে কোন পর্যায়ে যেতে পারে, তুলে ধরেছে এই ভিডিয়ো। ইনস্টাগ্রামে ইনফেভারিটওয়াইল্ড নামক একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। শক্তিশালী প্রাণীকে আদর সম্ভাষণ যে কী ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে, তা হারেহারে টের পেয়েছেন ওই মহিলা।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রাথমিক ভাবে তা ইনস্টাগ্রামে শেয়ার করা হলেও এখন অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। ক্লিপটির প্রভাব বিস্ময়করের থেকে কোনও অংশে কম ছিল না। নেটিজ়েনদের একটা বড় অংশকে হতবাক করেছে এই ভিডিয়ো। একটা অংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেছে।
একজন ব্যবহারকারী মহিলার প্রশংসা করে বলেছেন, “তিনি এটি সত্যিই ভালভাবে পরিচালনা করেছেন।” “এই বোকা মানুষের সমস্যা কী? বাঘটিকে একা ছেড়ে দিন! কেনই বা প্রাণীটি তার প্রাকৃতিক আবাসস্থলে নেই?” প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আর একজন। অন্যজন বলছেন, “আমি নিজেকে এমন পরিস্থিতিতে ফেলব না।”