সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কেউ যে এত নৃশংস হতে পারে সেটা বোধহয় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো না দেখলে বোঝা যেত না। টুইটারে সদ্য একটি এমন ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা। রাগে, ক্ষোভে গর্জে উঠেছে পশুপ্রেমী বিভিন্ন সংগঠন। কিন্তু পশুপ্রেমীদের থেকে নেটিজ়েন, সকলের এমন ফুঁসে ওঠার কারণ কী? টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবক জ্যান্ত একটি সাপ চিবিয়ে খাচ্ছেন! যে কথা শুনেই আঁতকে উঠছেন আপনি, বাস্তবে ঠিক সেটাই হয়েছে। জানা গিয়েছে, সম্ভবত এই ঘটনা ঘটেছে হায়দরাবাদে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার জন্য, ভাইরাল হয়ে লাইক-কমেন্ট পাওয়ার জন্যই নাকি এই নৃশংস এবং বর্বর আচরণ করেছেন ওই যুবক।
ভিডিয়োতে দেখা গিয়েছে, কী অবলীলায় জীবন্ত সাপটি চিবিয়ে খেয়ে নিচ্ছেন যুবক। এদিকে বাঁচার তাগিদে সাপটি তখন কুঁকড়ে যাচ্ছে। দাঁতের কামড়ে যন্ত্রণায় দুমড়ে-মুচড়ে যাচ্ছে তার শরীর। কিন্তু সেই সবে কোনও ভ্রূক্ষেপ নেই এই যুবকের। এমন নৃশংস আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে গোটা নেট দুনিয়া। সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এবং পশুপ্রেমীরা তীব্র নিন্দা করেছেন এই ঘটনার। ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ প্রোটেকশন সোসাইটির টুইটার হ্যান্ডেল থেকে এই ঘটনার প্রতি হায়দরাবাদের পুলিশের দৃষ্টিগোচর করানো হয়েছে। অবিলম্বে অভিযুক্ত যুবক এবং এই কাজের সঙ্গে আর যারা যুক্ত, তাদের সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে ওই পশু সুরক্ষা সংস্থা। হায়দরাবাদ পুলিশের তরফেও এই ঘটনা নির্দিষ্ট কোন জায়গায় হয়েছে, সেখানকার ঠিকানা ও বিস্তারিত বিবরণ জানতে যাওয়া হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো
A person chewing a Live Snake is going viral on social media. It's an act of madness. Video is supposedly from Hyderabad. Requesting @hydcitypolice @TelanganaDGP @RachakondaCop @cyberabadpolice to investigate and book the culprits involved under relevant acts. @HiHyderabad pic.twitter.com/mCxlGKsUCW
— Forests And Wildlife Protection Society-FAWPS (@FawpsIndia) August 4, 2021
নেটিজ়েনদের প্রায় সকলেই বলেছেন, এই যুবক সম্পূর্ণ উন্মাদের মতো আচরণ করেছে। এই ভিডিয়ো মানসিক বিকৃতির লক্ষণ। অবিলম্বে এই যুবকের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য, ভিডিয়োতে লাইক বাড়ানোর জন্য, সাময়িক খ্যাতির জন্য কেউ কীভাবে এমন নৃশংস এবং উন্মাদের মতো আচরণ করতে পারে, তাই ভেবেই হয়রান হচ্ছেন নেটিজ়েনরা।
আরও পড়ুন- Viral Video: বিয়েতে বরের বন্ধুর উপহার পেয়ে রেগে লাল নতুন বউ! কিন্তু কেন? দেখুন ভিডিয়ো