Viral Video: বিয়েতে বরের বন্ধুর উপহার পেয়ে রেগে লাল নতুন বউ! কিন্তু কেন? দেখুন ভিডিয়ো
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, স্টেজের উপর দাঁড়িয়ে রয়েছে বর-কনে। তাঁদের দু'জনের মাঝখানে দাঁড়িয়েছেন বরের এক বন্ধু। নতুন বউয়ের হাতে বেশ বড় একটা রঙিন মোড়কে মোড়ানো উপহারের বাক্স তুলে দিয়েছেন তিনি।
আজকাল বিয়েবাড়ির বিভিন্ন মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ট্রেন্ড। কোথাও দেখা যায় বর-কনের সঙ্গে খুনসুটিতে মজেছেন তাঁদের বন্ধুবান্ধবরা। কোথাও বা বিয়েতে পাওয়া মজার উপহার নিয়ে শুরু হয় ঠাট্টা-তামাশা। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে বরের বন্ধু নতুন বউকে এমন উপহার দিয়েছেন, যা দেখে হাসির রোল উঠেছে আশপাশের অতিথিদের মধ্যে। অপ্রস্তুত হয়ে গিয়েছেন নতুন বউও। কিন্তু কী এমন উপহার দিয়েছিলেন বরের বন্ধুরা যে এতটা মুষড়ে পড়লেন নতুন কনে?
ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, স্টেজের উপর দাঁড়িয়ে রয়েছে বর-কনে। তাঁদের দু’জনের মাঝখানে দাঁড়িয়েছেন বরের এক বন্ধু। নতুন বউয়ের হাতে বেশ বড় একটা রঙিন মোড়কে মোড়ানো উপহারের বাক্স তুলে দিয়েছেন তিনি। তারপর অবশ্য নিজেই বাক্স খুলে দেখাতে শুরু করেছেন যে কী উপহার এনেছেন। বাক্সের রঙিন মোড়ক খুলতেই অবশ্য বোঝা গেল যে বড় বাক্সের ভিতর রয়েছে আরও বাক্স। একে একে সব বাক্স এবং তার মোড়ক খোলার পর অবশেষে বেরোল আসল উপহার। একটা ছোট বাক্স থেকে আসল উপহার বের করে ওই যুবক বন্ধুর স্ত্রী’র হাতে দেওয়ার সময়েই হেসে উঠলেন আশপাশের সকলে।
নতুন বউকে ফিডিং বোতল উপহার দিলেন বরের বন্ধু, রেগে লাল তরুণী, দেখুন সেই ভিডিয়ো
View this post on Instagram
এত কাণ্ড করে শেষ পর্যন্ত ওই বাক্স থেকে বেরিয়েছে একটি বাচ্চাদের দুধ খাওয়ানোর বোতল। এমন উপহার পাবেন সেটা যে নতুন বউ একদম আশা করেননি, সেটা স্পষ্ট বোঝা গিয়েছে তাঁর অভিব্যক্তিতে। থমথমে মুখ দেখে বোঝা গিয়েছে এমন মশকরায় বেশ রেগে গিয়েছেন তিনি। কিন্তু বিয়েবাড়িতে এত লোকের মাঝে কাউকেই কিছু বলতে পারছেন না। তাই রাগের চোটে বরের বন্ধুর থেকে মুখই ঘুরিয়ে নিয়েছেন তিনি। তবে নতুন বউ এমন ‘অদ্ভুত’ উপহার পেয়ে যতই রেগে যান না কেন, বিয়েবাড়ির অন্যান্যরা কিন্তু এই মশকরায় বেশ মজা পেয়েছেন। সর্বোপরি যিনি এই মহা করেছেন তিনিও বেশ হাসির রসদ খুঁজে পেয়েছেন। তবে তাঁর উপহার দেখে নতুন বউ যে গোঁসা করেছেন, সেটা বোধহয় একেবারেই চাননি তিনি।
আরও পড়ুন- Viral Video: নতুন বউকে বরের বন্ধুদের ‘মজার উপহার’, রেগে ছুঁড়ে ফেলে দিলেন তরুণী!