Pakistan Gold Reserve: ভারতের পাশেই ছিল সোনার খনি, খোঁজ পেয়ে গেল পাকিস্তান! ভাগ্য ঘুরবে এবার?
Gold Reserve: পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আবিষ্কৃত সোনার ভান্ডারের পরিমাণ আনুমানিক ৩২.৬ মেট্রিক টন। আনুমানিক ৬০০ বিলিয়ন পাকিস্তানি রুপি এর মূল্য।
ইসলামাবাদ: বেড়ালের ভাগ্যে বুঝি শিকে ছিড়ল এবার! দারিদ্রে ডুবে গিয়েছে পাকিস্তান। দেশ চালাতেই চিন ও আইএমএফের কাছে হাত পেতেছে। তাও সঙ্কট যেন কাটছে না। তবে এই কঠিন সঙ্কটের দিনে সুখবর পেল পাকিস্তান। সে দেশে হদিস মিলল বিশাল সোনার খনির। এবার কি তাদের ভাগ্য বদলাবে?
ভারতের কাছে মজুত রয়েছে ৮৭৬ টন সোনা। সবথেকে বেশি সোনা রয়েছে আমেরিকার কাছে। তবে এবার পাকিস্তানও সোনার ভাণ্ডারের খোঁজ পেয়ে গেল। কোথায় রয়েছে এই সোনার ভাণ্ডার?
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু নদীতে বিপুল পরিমাণ সোনার হদিস পেয়েছে। ওই সোনার মূল্য আনুমানিক ৬০০ বিলিয়ন পাকিস্তানি মুদ্রা। যা ভারতীয় টাকায় প্রায় ১,৮৪,৯৭ কোটি টাকার সোনা!
পৃথিবীর অন্যতম প্রাচীনতম এবং দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি নদী সিন্ধু। জানা গিয়েছে, এখানে টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে বিপুল পরিমাণ সোনা জমা হয়েছে। প্লাসার গোল্ড ডিপোজিশন নামে পরিচিত এই প্রাকৃতিক প্রক্রিয়ার ফলে নদীর কিছু জায়গায় প্রচুর পরিমাণে সোনা জমেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আবিষ্কৃত সোনার ভান্ডারের পরিমাণ আনুমানিক ৩২.৬ মেট্রিক টন। আনুমানিক ৬০০ বিলিয়ন পাকিস্তানি রুপি এর মূল্য।
এবার প্রশ্ন হচ্ছে, এই গুপ্তধন কি পাকিস্তানের ভাগ্য বদলে দিতে পারে? ঋণের দায়ে জর্জরিত পাকিস্তান। দেশকে আর্থিক দুরাবস্থা থেকে উদ্ধার করতে বিপুল খরচ সহ বহু আর্থিক প্রতিবন্ধকতা রয়েছে। সেই সঙ্কট পুরোটা কাটিয়ে উঠতে পারবে কি না, জানা নেই। তবে এই স্বর্ণ ভাণ্ডার সরকারের উপর বোঝা কমাতে এবং দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে।