PM Modi in Kashmir: ‘কাশ্মীরে উন্নয়নকে রুখে দিতে চেয়েছে ওরা’, সুড়ঙ্গ উদ্বোধন করতে গিয়ে কাদের নিশানা মোদীর?

সোনমার্গ: সোমবার কাশ্মীরের সোনমার্গ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকার অন্যতম সুড়ঙ্গ প্রোজেক্টের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে।

PM Modi in Kashmir: 'কাশ্মীরে উন্নয়নকে রুখে দিতে চেয়েছে ওরা', সুড়ঙ্গ উদ্বোধন করতে গিয়ে কাদের নিশানা মোদীর?
সোনমার্গে সুড়ঙ্গ উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 13, 2025 | 2:46 PM

সোনমার্গ: সোমবার কাশ্মীরের সোনমার্গ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকার অন্যতম সুড়ঙ্গ প্রোজেক্টের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মোদীর পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে।

এদিন শ্রীনগর ও লাদাখের মধ্য সংযোগকারী জেড-মোড় সুড়ঙ্গের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকেই স্মরণ করেন সুড়ঙ্গ তৈরি করতে এসে জঙ্গি হামলায় মৃত সাত শ্রমিকদের। তাঁর কথায়, ‘কাশ্মীরের উন্নয়নকে রুখে দিতে বারবার হামলা চালিয়েছে ওরা। সুড়ঙ্গ নির্মাণ করতে এসে জঙ্গিদের হামলায় প্রাণও যায় সাতজন পরিযায়ী শ্রমিকের। কিন্তু তারপর আমরা থামিনি। ভয় পায়নি অন্যান্য শ্রমিকরাও। মৃত্যু বুড়ো আঙুল দেখিয়েই উন্নয়নকে বজায় রাখে তারা।’

গত বছরের শেষের দিকে সোনমার্গের জেড-মোড় সুড়ঙ্গে কাছে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের গুলিতে মৃত্যু সাত পরিযায়ী শ্রমিকের। মৃত্যু হয় এক চিকিৎসকেরও।

উল্লেখ্য, ভাষণের মাঝেই নিজের সংঘ জীবনের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘এককালে সোনমার্গ, গুলমার্গে অনেক ঘুরেছি। সংঘ থাকাকালীন কাশ্মীর যাতায়াত লেগেই থাকত।’

কেন গুরুত্বপূর্ণ জেড-মোড় সুরঙ্গ?

শ্রীনগর থেকে লাদাখের দূরত্ব কমাতে এই সুড়ঙ্গের ভূমিকা তাৎপর্যপূর্ণ। ২ হাজার ৭০০ কোটি টাকার এই সুড়ঙ্গের দৈর্ঘ্য মোট ১২ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৮ হাজার ফুটেরও বেশি।

কাশ্মীরের প্রতি মুহূর্তে বদলাতে থেকে আবহাওয়ার জেরে হামেশাই শ্রীনগর থেকে কার্গিল কিংবা লাদাখের পথে যেতে গিয়ে বিপত্তির মুখে পড়তে হয় সেনা-জওয়ানদের। এই সুড়ঙ্গের হাত ধরে সেই বাধা বিপত্তি কমবে বলেই জানা গিয়েছে। এছাড়াও, পর্যটনেও বাড়তি গতি আনবে জেড-মোড় সুড়ঙ্গ।