Viral Video: বরফের মধ্যে ‘রুমাল চোর’ খেলায় মেতেছেন আইটিবিপি জওয়ানরা, দেখুন সেই ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 26, 2022 | 9:26 PM

Viral Video: জানা গিয়েছে এই ভিডিয়ো হিমাচলপ্রদেশে তোলা হয়েছে। সদ্য তুষারপাত হয়েছিল ওই অঞ্চলে। আর তারপরেই সেখানে ‘Drop the handkerchief’ খেলতে বসেছিলেন ITBP জওয়ানরা। 

Viral Video: বরফের মধ্যে রুমাল চোর খেলায় মেতেছেন আইটিবিপি জওয়ানরা, দেখুন সেই ভিডিয়ো

Follow Us

ছোটবেলায় স্কুলে রুমাল চোর খেলেছেন? বেশ মজার ছিল সেই খেলা। গোল হয়ে সকলে মিলে বসা হতো। আর রুমাল হাতে নিয়ে সবার পিছনে ঘুরত একজন। তারপর ছুটতে ছুটতেই একজনের পিছনে রুমাল রেখে দেওয়া হতো। একটু সময়ও দেওয়া হতো যাতে সে বুঝতে পারে। কিন্তু না পারলেই পিঠে পড়ত কিল। এবার এই মজার খেলা খেলতে দেখা গিয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের জওয়ানদের। আইটিবিপি জওয়ানদের রুমাল চোর খেলার Video Viral-ও হয়েছে টুইটারে। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে পুরু বরফের চাদের ঢেকে যাওয়া একটি জায়গায় গোল হয়ে বসেছেন কয়েকজন জওয়ান। আর রুমাল হাতে তাদের পিছনে ঘুরছেন এক জওয়ান। জানা গিয়েছে এই ভিডিয়ো হিমাচলপ্রদেশে তোলা হয়েছে। সদ্য তুষারপাত হয়েছিল ওই অঞ্চলে। আর তারপরেই সেখানে ‘Drop the handkerchief’ খেলতে বসেছিলেন ITBP জওয়ানরা।

বরফের মধ্যে খেলায় মেতেছেন আইটিবিপি জওয়ানরা, দেখুন ভাইরাল ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই ITBP জওয়ানদের বিভিন্ন ধরনের খেলাধুলোর ভিডিয়ো ভাইরাল হয়। এর আগেও এই ‘হিমবীর’-দের ভলিবল খেলার ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। ভারত-চিন সীমান্তে প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় ভলিবল খেলতে দেখা গিয়েছিল আইটিবিপি জওয়ানদের। এবার তাঁদের ‘Drop the handkerchief’ খেলার ভিডিয়োও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। টুইটার ছাড়াও সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। বরফের মধ্যে দৌড়ে দৌড়ে দিব্যি খেলছিলেন আইটিবিপি জওয়ানরা। দু’জন জওয়ানকে দেখা গিয়েছে দৌড়োতে। সকলেরই পরনে ছিল সাদা রঙের ভারী শীতপোশাক। পায়ে মোটা জুতো। কিন্তু এসব পরেও দিব্যি বরফের উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছিলেন তাঁরা। ৪৫০০-র বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। লাইক আর কমেন্টও এসেছে অনেক।

হিমাচলপ্রদেশে ১৪ হাজার ফুট উচ্চতায় সীমান্তের অতন্দ্র প্রহরী এই আইটিবিপি জওয়ানরা। সবসময়েই প্রায় হিমাঙ্কের নীচে তাপমাত্রা থাকে এই অঞ্চলে। বেশিরভাগ সময়েই মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় সীমান্তে পাহারা দেন এই জওয়ানরা। নিয়মিত শরীর চর্চা থেকে শুরু করে অন্যান্য সব কাজই এই বরফের মধ্যেই করতে হয় তাঁদের।

Next Article