Viral Video: শ্রীলঙ্কার পোশাকে ‘মানিকে মাগে হিথে’তে ইয়োহানির সঙ্গে কোমর নাচালেন জ্যাকলিন! দেখুন সেই ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 04, 2021 | 3:39 PM

সম্প্রতি জ্যাকলিন তাঁর ইনস্টাগ্রামে ইয়োহানির সঙ্গে 'মানিকে মাগে হিথে' গানে নাচের ভিডিয়ো শেয়ার করেছেন। যে ভাবে ইয়োহানির গান ভারতবাসীর মন কেড়েছে, একই ভাবে এই ডুয়োও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে এখন।

Viral Video: শ্রীলঙ্কার পোশাকে মানিকে মাগে হিথেতে ইয়োহানির সঙ্গে কোমর নাচালেন জ্যাকলিন! দেখুন সেই ভিডিয়ো
ইয়োহানি দিলোকা দে সিলভা ও জ্যাকলিন ফার্নান্ডিজ

Follow Us

জ্যাকলিন ফার্নান্ডেজ, যাঁর সঙ্গে নিবিড় যোগ রয়েছে শ্রীলঙ্কার। সম্প্রতি তিনি শ্রীলঙ্কায় ভ্রমণের উদ্দেশ্যেও গেছেন। আর সেখানে গিয়ে তাঁর দেখা শ্রীলঙ্কার গানের সেনসেশন ইয়োহানির সঙ্গে। ইয়োহানির গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’, ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আর সেই গানেই ইয়োহানির সঙ্গে কোমর দুলিয়ে ভাইরাল হলেন জ্যাকলিন।

সম্প্রতি জ্যাকলিন তাঁর ইনস্টাগ্রামে ইয়োহানির সঙ্গে ‘মানিকে মাগে হিথে’ গানে নাচের ভিডিয়ো শেয়ার করেছেন। যে ভাবে ইয়োহানির গান ভারতবাসীর মন কেড়েছে, একই ভাবে এই ডুয়োও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে এখন। ভিডিয়োটি ইতিমধ্যেই ছয় লক্ষেরও বেশি মানুষের ‘লাভ’ রিয়্যাক্ট পেয়ে গেছে। ভিডিয়োতে জ্যাকলিনকে দেখা গেছে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী পোশাক কান্দয়ান শাড়িতে।

দেখুন জ্যাকলিনের পোস্ট করা সেই ভিডিয়ো…


শ্রীলঙ্কার সীমান্ত পার করে আসা একমাত্র বলিউড অভিনেত্রী জ্যাকলিন। অনেকদিন পর দেখলেন তাঁর দেশের এক শিল্পী ভারতীদের মন জয় করছেন প্রতিদিন। এবং রাতারাতি জনপ্রিয় হয়ে উঠছেন গোটা দেশে। তিনিই হলেন এই ‘মানিকে মাগে হিথে’ গানের ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি দিলোকা দে সিলভা।

সিংহলি ভাষায় তৈরি গানটি গেয়েছেন ইয়োহানি। তাঁর এই গান এখন ভারতীয় সঙ্গীত প্রেমীদের কানে লুপে বাজছে। সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ হয়ে গিয়েছে ‘মানিকে মাগে হিথে’। গানটি নানা ভাষায় গাওয়া হচ্ছে, ম্যাশআপ হচ্ছে কখনও হিন্দি ব়্যাপের সঙ্গে কিংবা বাউল গীতির সঙ্গে। ইতিমধ্যে তিবেতিয়ান ভাষাতেও র‍্যাপ করা হয়েছে গানটি।

এই জনপ্রিয়তা থেকেই তিনি সালমান খানের বিগ বস ১৫-এ বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন। শুধু তাই নয় এবার ‘মানিকে মাগে হিথে’ গানটি হিন্দি ভাষায় ইয়োহানি গাইবেন বলিউডে। ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাংক গড’ সিনেমার অংশ হতে চলেছে এই গানটি। এই সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং।

কিছুদিন আগে সম্প্রতি মুম্বইয়ের সোহো হাউজে এসেছিলেন ইয়োহানি। যেই না জ্যাকলিন খবর পেয়েছেন তাঁর দেশ থেকে একজন এসেছেন, সঙ্গে সঙ্গে তিনিও গিয়ে হাজির হয়েছিলেন। শোয়ের শেষে ইয়োহানিকে জড়িয়ে ধরেছিলেন জ্যাকলিন। সেই ছবিও ইয়োহানি শেয়ার করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। এবার তো একদম কোমর দুলিয়ে ভাইরাল হয়ে গেলেন দুজনে।

ছবিতে অভিনয়ের পাশাপাশি মিউজিক অ্যালবামেও কাজ করেন জ্যাকলিন। বাদশাহর সঙ্গে ফিচার্ড হয়েছেন ‘পানি পানি’ ও ‘গেন্দাফুল’ মিউজিক ভিডিয়োতে। দুটোই হিট। তবে ইনস্টা রিলের বাইরে গিয়ে ইয়োহানির সঙ্গেও তিনি কোনও মিউজিক অ্যালবামে থাকবেন কিনা তা কেবল সময়ই বলবে।

আরও পড়ুন: মাঝরাতে রান্নাঘরে ফ্রায়েড চিকেন খেতে ব্যস্ত ভাল্লুক! বাড়ির এমন অবস্থা দেখে চমকে উঠলেন গৃহকর্তা‌

Next Article