ক্যাঙ্গারুর সঙ্গে লড়াই হচ্ছে মানুষের। আর সেই লড়াইয়ে নাস্তানাবুদ হচ্ছেন ওই ব্যক্তি। শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমন ভিডিয়োই তো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে চমকে গিয়েছেন সকলে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কোনওভাবেই ক্যাঙ্গারুর হাত থেকে নিস্তার পাচ্ছেন না ওই ব্যক্তি। যতবার পালাতে চাইছেন ততবারই কোনও না কোনও ভাবে তাঁর নাগাল পেয়ে যাচ্ছে ওই বড় ক্যাঙ্গারু। তারপর ধাক্কা মেরে সটান ফেলে দিচ্ছে মাটিতে। টুইটারে এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। জানা গিয়েছে এই কাণ্ড ঘটেছে অস্ট্রেলিয়াতে। প্রসঙ্গত উল্লেখ্য, অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু। টুইটারের ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বারবার ওই ব্যক্তিকে আক্রমণ করেছে ক্যাঙ্গারুটি। সাধারণত বেশ শান্ত প্রাণী হিসেবেই পরিচিত এই ক্যাঙ্গারু। আর তাই তার এমন রূপ দেখে চমকে গিয়েছেন সকলেই। তবে অস্ট্রেলিয়াতে নাকি এমন ঘটনা হামেশাই ঘটে। বিশেষ করে যখন ক্যাঙ্গারুরা নিজেদের বিপন্ন মনে করে তখনই মানুষকে আক্রমণ করে তারা।
ক্যাঙ্গারু আর মানুষের লড়াই, দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো
ROO RUMBLE: A man has found himself squaring off with a kangaroo in New South Wales' Northern Rivers region. ?
The man was able to pin down the large marsupial, but not without copping a few blows.#NBNNews | Nightly at 6pm pic.twitter.com/qYUWQfl5J1
— NBN News (@nbnnews) May 30, 2022
অস্ট্রেলিয়ার নিও সাউথ ওয়েলসে এই ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ক্লিফ ডেস নামের এক ব্যক্তিকে ক্রমাগত আক্রমণ করেছে একটি ক্যাঙ্গারু। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে ঝোপের পিছন থেকে দৌড়ে বেরিয়ে আসছেন ওই ব্যক্তি। আর তাঁর পিছনে তাড়া করে আসছে একটি ক্যাঙ্গারু। বেশ জোরে দৌড়তে দেখা গিয়েছে ওই ব্যক্তিকে। ততোধিক জোরেই ছুটেছে ক্যাঙ্গারুটিও। পিছন থেকে এসে ওই ব্যক্তিকে জাপটে ধরে নিয়েছে সে। কোনওরকমে তার হাত থেকে একবার ছাড়া পেয়ে পালাতে চাইছিলেন তিনি। কিন্তু আবার তাকে ধরে ফেলে ক্যাঙ্গারুটি। শেষ পর্যন্ত ক্যাঙ্গারুর ধাক্কায় রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি।
শেষ পর্যন্ত অবশ্য ছাড়া পেয়েছেন তিনি। একদম WWE স্টাইলে ক্যাঙ্গারুটিকে কাবু করেছেন তিনি। মাটিতে ফেলে প্রায় ক্যাঙ্গারুটির উপর বসে পড়ে অবশেষে পরিস্থিতি সামাল দিয়েছেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ক্যাঙ্গারুটিকে কাবু করতে গিয়ে ওই ব্যক্তি যে বেশ নাজেহাল হয়েছেন তা স্পষ্ট। আসলে অত বড় প্রাণীটিকে ধরাশায়ী করে মাটিতে প্রায় শুইয়ে দিতে বেশ নাস্তানাবুদ হতে হয়েছে ওই ব্যক্তিকে। তবে শেষ পর্যন্ত সফল হয়েছেন তিনি। এক ঝটকায় মাটিতে ফেলে ক্যাঙ্গারুটিকে কাবু করে নিজেকে বাঁচিয়েছেন। এই ক্যাঙ্গারুকে অবশেষে পাগলা ক্যাঙ্গারু বলেও নাম দিয়েছিলেন ওই ব্যক্তি।