যে কোনও ছবিতে যদি অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছিটেফোঁটাও থাকে তাহলেও তা মানুষের নজর কেড়ে নেয়। অপ্টিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধার বিষয়টিই আসলে এমন। অল্প সময়ে যে কারও মন জিতে নেয় এই অপ্টিক্যাল ইলিউশন। আর এই বিষয়টা খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অপটিক্যাল ইলিউশনের ধারণা হল এমন কিছুকে সূক্ষ্মভাবে লুকিয়ে রাখা যা পর্যবেক্ষণ করলে সহজে বেরিয়ে আসে। যতক্ষণ না আপনি লুকানো বিষয়টি দেখতে পাচ্ছেন, ততক্ষণ বুঝতেই পারবেন না যে সেখানে আসলে কী ছিল। এবার একটা অপ্টিক্যাল ইলিউশনের ছবি ব্যাপক ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায়।
অপ্টিক্যাল ইলিউশনের ছবিগুলি ইদানীং সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। এই ধরনের ছবিগুলিতে সব সময় যে আপনার ক্ষুরধার বুদ্ধিমত্তার প্রকাশ করে এমনটাও নয়। বর্তমানে যে সব অপটিক্যাল ইলিউশনগুলি ভাইরাল হচ্ছে সেগুলো কখনও আপনার ব্যক্তিত্ব আবার কখনও আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে তুলে ধরছে। এই ধরুন একটা ছবি যা দেখলেন, ভাবলেন তার উল্টো কিন্তু আসল বিষয় যেটা সামনে এল সেটা একদম আপনার সব চিন্তা-ভাবনার বিপরীত। এই ধরনের ছবি সম্পর্কে তাড়াহুড়ো না করে সঠিক ভাবে বিশ্লেষণ করা দরকার। তার জন্য যতটা বেশি সময় নেওয়া প্রয়োজন, ততটাই নিন। তেমনই একটি অপ্টিক্যাল ইলিউশনের ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন ছবি আপনার সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে।
এই ছবিটির প্রথমে আপনি কী দেখতে পাচ্ছেন? সাদা গাছ আর তাতে অনেক পাতা নিশ্চয়ই। আরেকটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে রয়েছে দু’জন মানুষের মুখ। একজন নারী ও পুরুষ একে অপরের মুখোমুখি রয়েছে। শুরুতে খুব কম মানুষই এই বিষয়টি লক্ষ্য করেছেন।
কিন্তু আপনি যদি প্রথমেই এই দম্পতিকে লক্ষ্য করে থাকেন তাহলে এর অর্থ হল আপনি একজন শান্ত প্রকৃতির মানুষ। আপনি সব সময় যুক্তি দিয়ে কথা বলতে ভালবাসেন। এই কারণেই আপনি মানুষকে সঠিক ভাবে পরিচালনা করতে সক্ষম হন। এমনকী উত্তেজিত ও অস্থির ব্যক্তিদের সঙ্গেও আপনি ভাল ভাবে কথা বলেন।
আর আপনি যদি প্রথমে গাছ আর পাতা দেখে থাকেন, তাহলে এর অর্থ হল আপনার নজরে সহজেই ছোট ছোট বিষয়গুলো চলে আসে। এছাড়াও আপনার মধ্যে আরেকটি প্রতিভা লুকিয়ে রয়েছে। তা হল আপনি মন দিয়ে পড়তে ভালবাসেন। মানুষের প্রতি সহানুভূতিশীল। সুতরাং আপনার ব্যক্তিত্ব বুঝতে আপনি প্রথম কী দেখলেন, এখানেই বুঝে যাবেন।