অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলি ইদানীং সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছে। এই ধরনের ছবিগুলিতে সব সময় যে আপনার ক্ষুরধার বুদ্ধিমত্তার প্রকাশ করে এমনটাও নয়। বর্তমানে যে সব অপটিক্যাল ইলিউশনগুলি ভাইরাল হচ্ছে সেগুলো কখনও আপনার ব্যক্তিত্ব আবার কখনও আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে তুলে ধরছে। এই ধরুন একটা ছবি যা দেখলেন, ভাবলেন তার উল্টো কিন্তু আসল বিষয় যেটা সামনে এল সেটা একদম আপনার সব চিন্তা-ভাবনার বিপরীত। এই ধরনের ছবি সম্পর্কে তাড়াহুড়ো না করে সঠিক ভাবে বিশ্লেষণ করা দরকার। তার জন্য যতটা বেশি সময় নেওয়া প্রয়োজন, ততটাই নিন। তেমনই একটি অপ্টিক্যাল ইলিউশনের ছবি ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন ছবি আপনার সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে। মূলত এই অপ্টিক্যাল ইলিউশনের ছবিটি আপনি কতটা রোম্যান্টিক স্বভাবের মানুষ।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে Optical Illusion এর ছবি ভাইরাল হয় তা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। আর এই ছবিটি হল মেক্সিকোর বিখ্যাত শিল্পী Octavio Ocampo-এর আঁকা একটি ছবি। এই ছবিটি এই ভাবে আঁকা হয়েছে, যেটি পরীক্ষা নেয় মানুষের মস্তিষ্কের। এই একটি মাত্র ছবিতে লুকিয়ে রয়েছে মোট তিনটি বিষয়। প্রথমত, এর মধ্যে রয়েছে একজন মহিলার মুখ। আর এর সঙ্গে রয়েছে অসংখ্য ফুল এবং পাতার ছবি। কে কী দেখতে পাচ্ছেন, তার উপরেই নির্ভর করছে আপনি কতটা রোম্যান্টিক মানুষ।
এই ভাইরাল হওয়া অপটিক্যাল ইলিউশনের আপনি যদি প্রথমে একজন মহিলার ছবি দেখতে পান, তাহলে এর অর্থ হল আপনি প্রেম নিয়ে দ্বন্ধে রয়েছে। আপনি প্রেম এবং জীবন নিয়ে খুব কনফিউজড রয়েছেন। বুঝতে পারছেন না যে জীবনে কী চান। এই কারণে পার্টনার বেছে নিতেও সমস্যা হয়। আর এর ফলে সহজে আপনি রোম্যান্টিক হতে পারেন না।
আপনি যদি এই ছবিতে মহিলার পরিবর্তে প্রথমে ফুলের ছবি দেখতে পান তাহলে এর অর্থ হল আপনি প্রেম নিয়ে বিশাল রক্ষণাত্মক। এই কারণে আপনার প্রেমের সম্পর্ক বেশি দিন টেকসই হয় না। একটু দিতেই সম্পর্কে চির ধরে এবং ভেঙে যায়।
আর আপনি যদি ফুল ও মহিলার ছবি বাদ দিয়ে পাতা ছবি দেখতে পান, তাহলে এর অর্থ হল আপনি বেশ রোম্যান্টিক প্রকৃতিক মানুষ। এই ধরনের মানুষেরা সহজেই পার্টনারদের মনের কথা বুঝতে পারে। এবং মন খুলে নিজের কথা শেয়ার করতে পারে। এবার আপনি কী ধরনের মানুষ নিজেই জেনে নিন এই ছবির সাহায্যে।