Viral Video: নাসিকে নাটকীয় মুহূর্ত, কুয়োর ভিতর ঘণ্টার পর ঘণ্টা বসে চিতা এবং বিড়াল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 16, 2023 | 6:22 PM

Latest Viral Video: কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল একটি লেপার্ড ও আর একটি বিড়াল। কয়েক ঘণ্টা ধরে তারা আটকে গিয়েছিল ওই কুয়োতে। তারপর নাসিক বন দফতরের তরফে প্রাণী দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

Viral Video: নাসিকে নাটকীয় মুহূর্ত, কুয়োর ভিতর ঘণ্টার পর ঘণ্টা বসে চিতা এবং বিড়াল
অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় দুজনকে।

Follow Us

Leopard And Cat Video: গত মঙ্গলবার সকালে চরম নাটকীয় মুহূর্তে হইহই কাণ্ড বেঁধে গিয়েছিল মহারাষ্ট্রের নাসিকে। কুয়োয় পড়ে গিয়েছিল একটি লেপার্ড ও আর একটি বিড়াল। কয়েক ঘণ্টা ধরে তারা আটকে গিয়েছিল ওই কুয়োতে। তারপর নাসিক বন দফতরের তরফে প্রাণী দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যম ANI-এর তরফে ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কুয়োর ভিতরে পড়ে যাওয়ার পর বিড়াল পরিবারের দুই সদস্য একে অপরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। জানা গিয়েছে, ওই বিড়ালটিকে তাড়া করে জনবসতিপূর্ণ এলাকায় চলে আসে লেপার্ডটি। কিন্তু দুজনেই কুয়োতে পড়ে যায়। শেষ পর্যন্ত ওই লেপার্ডটি কিন্তু বিড়ালটিকে আক্রমণ করেনি।


একবার কোথাও ফাঁদে পড়লে হিংস্র প্রাণীদেরও প্রবণতা থাকে বেঁচে থাকার। তাই এই লেপার্ডটিও কুয়ো থেকে বেরিয়ে আসাকেই অগ্রাধিকার দিয়েছিল। বিড়ালটি তার নাগালের মধ্যে থাকা সত্বেও সে আক্রমণ করেনি। কুয়োর মধ্যে অসহায় অবস্থায় চুপটি করে বসে থাকতে দেখা গিয়েছে লেপার্ডটিকে। তখন ওই বিড়ালটি তারই চারপাশে সাঁতার কাটছিল।

ভিডিয়োতে লেপার্ডটিকে একবার ওই বিড়ালের মুখোমুখি হওয়ার চেষ্টা করতে দেখা যায়। তাতে বিড়ালটি কিছুটা ভয়ও পেয়ে যায়। কিন্তু দুটি কাঠের কাঠামোর উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিল লেপার্ডটি। স্থানচ্যুত হতে হবে বলে আর বিড়ালটিকে আক্রমণ করেনি সে। তবে বিড়ালটিকে একবার দেখা যায়, লেপার্ডের পিঠের উপরে ঝাঁপিয়ে পড়তে। কিন্তু তাতেও সে কুয়ো থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে ব্যর্থ হয়।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, স্থানীয় কৃষকরা প্রথমে লক্ষ্য করেন যে কুয়োর ভিতরে একটি লেপার্ড এবং একটি বিড়াল আটকে গিয়েছে। তারপরই তাঁরা পুলিশ এবং বন দফতরে খবর দেন। কুয়োতে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে গৃহপালিত বিড়াল এবং লেপার্ডকে একই অবস্থানে অক্ষত অবস্থায় দেখে অবাক হয়ে গিয়েছিলেন।

TOI রিপোর্ট অনুযায়ী, ঘণ্টাখানেকের মধ্যেই বনদফতরের কর্মীরা সেখানে পৌঁছে যান এবং তাঁদের উদ্ধারকার্য শুরু করে দেন। জানা গিয়েছে, ওই লেপার্ডি মহিলা ছিল, যার বয়স 2.5 বছর। কুয়োর ভিতরে একটি কাঠের কাঠামোতে সে বসেছিল। কিন্তু বিড়ালটি কোনও জায়গা পায়নি।

বিড়ালটিকে কুয়ো থেকে তুলতে একটি ঝুড়ি ব্যবহার করা হয়েছিল এবং লেপার্ডটির জন্য একটি খাঁচা কুয়োয় নামাতে হয়েছিল। পরে লেপার্ডটিকে মোহদারি মালেগাঁও ফরেস্ট পার্কে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে।

Next Article