Viral Video: দুই চিতার ধরা শিকার উদরস্থ করল হায়নার দল, জঙ্গলের বিরল ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 06, 2023 | 4:37 PM

Latest Viral Video: একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে সদ্য একটি হরিণকে শিকার করে দু'টি চিতাবাঘ গাছে উঠেছে। আর তখনই সেখানে অনেকগুলি হায়না এসে হাজির হয়। তাদের মাঝেই একটি চিতাবাঘ পড়ে যায়। তারপরের দৃশ্য দেখলে আপনি চমকে উঠবেন।

Viral Video: দুই চিতার ধরা শিকার উদরস্থ করল হায়নার দল, জঙ্গলের বিরল ভিডিয়ো ভাইরাল

Follow Us

Viral Video Today: জঙ্গলে প্রতিটা প্রাণীই বেঁচে থাকার জন্য প্রচিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে। কে কখন শিকারে পরিনত হবে, তা কেউই জানে না। বনের সবচেয়ে শক্তিশালী প্রাণীটিও জল খেতে গিয়ে কুমিরের মুখে পড়ার ভয়ে থাকে। প্রায় এমন অনেক শিকারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে সদ্য একটি হরিণকে শিকার করে দু’টি চিতাবাঘ গাছে উঠেছে। আর তখনই সেখানে অনেকগুলি হায়না এসে হাজির হয়। তাদের মাঝেই একটি চিতাবাঘ পড়ে যায়। তারপরের দৃশ্য দেখলে আপনি চমকে উঠবেন।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুটি চিতাবাঘ শিকারের পর একটি গাছে উঠেছে। নিচে একদল হায়েনা তাদের নামার অপেক্ষা করছে। হঠাৎ করেই দু’টি চিতাবাঘের মধ্যে হাতাহাতি শুরু হয়। এমতাবস্থায় একটি চিতাবাঘ হায়েনাদের মধ্যে পড়ে যায় এবং কিছুক্ষণ পর তাদের শিকার করা হরিণের দেহটিও নিচে পড়ে যায়। হরিণটি নিচে পড়তেই হায়নাগুলি চিতাবাঘটিকে ছেড়ে শিকারটিকে খেতে শুরু করে। ততক্ষণে চিতাবাঘটি সেখান থেকে পালিয়েছে। আর গাছের উপর তখনও বসে রয়েছে একটি চিতাবাঘ। কিন্তু হায়নাগুলির মন তখন শিকারের দিকে। এই দৃশ্যটি ভাইরাল হতেই 86 হাজারের বেশি ভিউ ও চার হাজার লাইক পেয়েছে।


এই ভিডিয়োটি 9 জুলাই ইনস্টাগ্রাম পেজ @dulinilodge পোস্ট করেছে। এক ব্যক্তি ভিডিয়োটির কমেন্টে লিখেছেন, “চিতাবাঘ হায়েনাদের মধ্যে পড়ল, কিন্তু তারপরেও সে যেভাবে নিজের প্রাণ বাঁচাল, তা দেখে আমি অবাক।” আরও এক ব্যক্তি বলেছেন, “হরিণটি সেই মুহূর্তে না পড়লে, হায়নাগুলি চিতাবাঘটিকেই ধরত।”

 

Next Article