Viral Post Today: ভিড় ট্রেনে বাসে উঠা থেকে শুরু করে, কে আগে বসবে, সেই নিয়ে বেশিরভাগ সময়ই ঝামেলা দেখা যায়। ট্রেনে, বাসে উঠেই অনেকে জিজ্ঞাসা করে নেন কেউ কাছে নামবেন কি না। এই সব কিছুই চোখে পড়ে, যারা প্রায় প্রতিদিন যাতায়াত করেন। সেই সব ঝামেলার অনেক ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিন্তু কখনও কি কাউকে লাগেজের র্যাকে (যেখানে জিনিস, ব্যাগ পত্র রাখে) শুয়ে পড়তে দেখেছেন? শুনেই হেসে উঠলেঠ তো? একটি লোকাল ট্রেনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তিকে লোকাল ট্রেনের লাগেজের র্যাকে শুয়ে যেতে দেখা গিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মুম্বইয়ের কোনও এক ট্রেনে অনোক লোক দাঁড়িয়ে আছেন। সবার জায়গা খালি নেই। কিন্তু তাতে কী! লাগেজের র্যাক দেখেই সটাং উঠে পড়েছেন তাতে। বসতে পারবেন না দেখে সোজা শুয়ে পড়েছেন। চোখে যাতে আলো না লাগে, তার ব্যবস্থাও করেছেন সেই ব্যক্তি। দুটি গামছা নিয়ে চোখে চাপা দিয়ে দিয়েছেন। আর তা দেখে হতবাক নেটিজেনদের অধিকাংশ। ছবিতে ট্রেনটিকে লোকাল ট্রেন বলেই মনে হচ্ছে।
a little jealous ngl
by u/Radiant_Commercial56 in mumbai
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে এই ছবি। এই ছবিটি Reddit-এ Radiant_Commercial56 নামের একজন ব্যবহারকারী শেয়ার করেছেন। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা- “আমি সত্যি বলছি, এটা দেখে একটু হিংসা হচ্ছে।” ছবিটিতে এখন পর্যন্ত শত শত লাইক ও কমেন্ট হয়েছে। সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও সেই ছবি ভাইরাল হচ্ছে। এই ছবি দেখে অনেকে অনেক মজার কমেন্টও করেছেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “নিজের জায়গার ব্যবস্থা এভাবেই নিজেকে করে নিতে হয়।”