Latest Viral Video: সাপ দেখার পর তার সামনে দিয়ে হেঁটে বেরিয়ে যেতে পারে, এমন সাহস কতজনেরই বা আছে! কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া আমাদের এমনই কিছু ভিডিয়োর সন্ধান দেয়, যেখানে আমরা মানুষজনকে সাপ নিয়ে দুঃসাহসিক কিছু কাজকর্ম করতে দেখি। সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি চূড়ান্ত ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মঞ্চে খালি গায়ে দাঁড়িয়ে এক ব্যক্তি গুচ্ছের সাপ নিয়ে ভেলকি দেখাচ্ছেন।
এই ভিডিয়োটি যে কোনও এক ইভেন্টের, তা পরিষ্কার হয়েছে মঞ্চ এবং মানুষজনের উত্তেজনা দেখে। এমন একটি সাহসী এবং অস্বাভাবিক দৃশ্যের সাক্ষী হতে আগ্রহী দর্শকরা সেখানে ভিড় জমিয়েছেন। কিন্তু সেই লোকটি সাপ পরিচালনায় তার আত্মবিশ্বাস এবং দক্ষতা প্রদর্শন করতে সম্পূর্ণ ভাবে সফল হয়েছেন। তাতে দর্শকদের বিস্ময় এবং উদ্বেগ উভয়ই প্রকট হয়েছে ভিডিয়োর পরতে পরতে।
ইনস্টাগ্রামের এই ভিডিয়ো দেখেছেন অনেক মানুষ। কেউ এই ব্যক্তির সাহসিকতাকে স্রেফ লোক দেখানো আখ্যা দিয়েছেন। কেউ আবার বলেছেন, বোকামি ছাড়া এ আর কিসসু নয়! ভিডিয়োতে দেখা গেল, মঞ্চে খালি গায়ে উঠে এক ব্যক্তি তাঁর ব্যাগ থেকে একের পর এক সাপ বের করলেন। তারপর সেগুলিকে নিজের হাতে নিয়ে মঞ্চেই কয়েক পাক খুরে বেড়ালেন। নেটিজ়েনদের একাংশ এখানেই কোনও যৌক্তিকতা খুঁজে পাননি। তাঁরা দাবি করেছেন, এমনটা করার দরকার কী ছিল?
একজন ভিডিয়োটা দেখার পরে বললেন, ‘খুবই ভয়ঙ্কর একটা ঘটনা।’ আর একজন যোগ করে বললেন, ‘দয়া করে এরকম কাণ্ড বারংবার ঘটাবেন না।’