Latest Viral Video: জঙ্গলের জগৎটা সত্যিই অন্যরকম। ডিসকভারি বা অ্যানিম্যাল প্ল্যানেটে তার সিকিভাগও হয়তো আপনার নজরে আসে না। জঙ্গল সাফারিতে গেলে হয়তো তার কিছুটা আঁচ পেতে পারেন! জঙ্গল দর্শনীয় স্থান বটে। এখানে পশুরা শুধুমাত্র খাদ্যের জন্য এবং নিজেদের রক্ষার জন্য হিংস্র রূপ গ্রহণ করে। প্রথমত, খাবার আর দ্বিতীয়ত, নিজেদের রক্ষা করার জন্য হিংস্র রূপ ধারণ করে পশুরা। তারা যে কতটা শক্তিশালী, একমাত্র তখনই তার সামান্য হলেও ইঙ্গিত পাওয়া যায়। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিয়োটা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখছেন, বাঘ বা সিংহ কেউই আসলে জঙ্গলের রাজা নয়।
আর এক IFS অফিসার রমেশ পাণ্ডে অন্য একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছে, জঙ্গলে বাঘ শুয়েছিল। হাতিকে দেখা মাত্রই মারছুট দিয়ে পালিয়ে যায় বাঘটি। ক্যাপশনে তিনি লিখেছিলেন, জঙ্গলের রাজা বনাম বনের রাজা। আর সেই ভিডিয়োতে প্রতিক্রিয়া জানাতে গিয়েই সুশান্ত নন্দা এই ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানেও কিছুটা একই ছবি উঠে এসেছে। কেবল পটভূমিকাটা বদলে গিয়েছে। বদলে গিয়েছে প্রাণীগুলি।
Neither the Tiger,
Nor the lions are king of the jungle…
It’s all situation specific. https://t.co/hsOsONY1PS pic.twitter.com/0ocoQuvil2— Susanta Nanda (@susantananda3) September 6, 2023
সুশান্ত নন্দার শেয়ার করা ভিডিয়োটি মাত্র 10 সেকেন্ডের। সেখানে রাস্তার মাঝে দুটি সিংহকে শুয়ে বিশ্রাম নিতে দেখা গিয়েছে। সে সময় পিছন থেকে দুটি গন্ডার আসছিল। আর সেই গন্ডার দুটিকে দেখা মাত্রই সিংহরা সতর্ক হয়ে যায়। । গন্ডার তাদের নিজস্ব গতিতে চলতে থাকে এবং সিংহরা নীরবে তাদের পথ থেকে সরে যায়।
এদিকে ওই বাঘের ভিডিয়োটিও বেশ মজাদার। 21 সেকেন্ডের ছোট্ট ভিডিয়োতে দেখা গেল, বিশালাকার হাতি বনের মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু তার পথ আটকে বসেছিল একটি বাঘ। বাঘের মুখ অন্যদিকে ছিল তাই সে হাতিটিকে দেখতে পায়নি। কিন্তু হাতির আওয়াজ শুনে সে পিছন ফিরে তাকাতেই দ্রুত ঝোপের মধ্যে ছুটে চলে গেল। কিন্তু হাতিটি সে সবে বিন্দুমাত্র পাত্তা দেয়নি। সে তার আপন গতিতে এগিয়ে যেতে থাকে। মজাদার ভিডিয়োটি দেখে নেটিজ়েনরা মজার মন্তব্য করেছেন।