সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য বর্তমানে মানুষ কী-ই না করছে। নিজের জীবনের ঝুঁকি নিতেও রাজি হচ্ছে কিছু মানুষ। এমন কিছু ভিডিয়ো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অধিকাংশ নেটিজ়েন শিউরে ওঠে। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি যুবক-যুবতিকে সাইকেল নিয়ে রাস্তার মাঝখানে ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে প্রায় 1.2 মিলিয়ন ভিউ পেয়েছে।
ভিডিয়োটি ইউসুফ শেখ নামের এক যুবকের। ইউসুফ শেখ নামের এই যুবক প্রায়ই ইন্টারনেটে তার বিপজ্জনক স্টান্টের ভিডিয়ো পোস্ট করেন। তার একটি ভিডিয়ো আবার সামনে এসেছে এবং তা বিরাট ভাইরাল হচ্ছে। ভিডিয়োটি দেখে হতবাক অধিকাংশ নেটিজেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে রাস্তার মাঝে যোগার পোজে রয়েছে, যেখানে সে তার হাত দিয়ে ব্যালেন্স করছে। আর ইউসুফকে সাইকেল চালাতে দেখা যাচ্ছে। সে সাইকেলটি মেয়েটির একপাশ থেকে নিয়ে গিয়ে হাওয়ায় উড়িয়ে সামনে গিয়ে পড়ে।
ভিডিয়োটি ভাইরাল হতেই অবাক অনেকে। এখনও পর্যন্ত অনেকে অনেক কমেন্ট আর শেয়ার করেছে। কেউ বলেছেন, “শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করা মোটেই শ্রেয় নয়।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারত।” ভিডিয়োটিতে আর এক ব্যক্তি কমেন্ট করে লিখেছেন, “রাস্তার মাঝখানে ঝুঁকিপূর্ণ স্টান্ট করা কোনওভাবেই উচিত নয়।” ভিডিয়োটিতে এখনও পর্যন্ত অনেক লাইক আর ভিউ হয়েছে।