Latest Viral Video: জঙ্গলের প্রতিটা পদে, প্রত্যেকটা মুহূর্তে বিপদ। তাই শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সতর্ক থাকার পাশাপাশি পশুরা পালের মধ্যে থাকে। কিন্তু তার পরেও শিকারীদের কড়াল গ্রাস থেকে মুক্তি পেতে কঠিন কসরত করে যেতে হয় প্রাণীকূলকে। দুর্বলকে টার্গেট করার কোনও ফাঁক রাখে না তথাকথিত শক্তিশালী প্রাণীরা। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কীভাবে মহিষের পাল থেকে একটি বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার পরে তাকে আক্রমণ করে বসে সিংহরা। তারপর সেই পালের অন্যান্য মোষগুলো সেখানে এসে যা কাণ্ড ঘটাল, তা দেখে তাজ্জব হয়ে যেতে হয়।
ভিডিয়োতে দেখা গিয়েছে, মহিষের পাল থেকে একটি বাছুরকে ধরে তাকে আক্রমণ করেছে একটি সিংহ। ওই মহিষ শাবকটিকে ধরে তার মাংস খুবলে খাচ্ছে একটি সিংহ। এমতাবস্থায় সেখানে চলে আসে ওই মোষের পালটি। সেখান থেকে একটি মোষ তার শিং দিয়ে গুঁতো মারে সিংহটিকে। তারপর তার মাথা দিয়ে ওই মোশ শাবকটিকে ধরে আকাশের দিকে ছুড়ে দেয়, যাতে সিংহের আক্রমণ থেকে তাকে বাঁচানো যায়। তার ফলে বাছুরটি ওই মোষের পালের দিকেই উল্টে পড়ে যায়।
যে ক্যামেরাম্যান এই দৃশ্যটি ফ্রেমবন্দি করেছেন, তিনি জানিয়েছেন মোষশাবকটি কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়ায় এবং পালের সঙ্গে তাদের ডেরায় ফিরে যায়। জঙ্গলের এই ভয়ঙ্কর দৃশ্য অনেককেই হতবাক করেছে। সিংহ একটি দুর্বল বাছুরকে আক্রমণ করবে সেটা খুবই স্বাভাবিক। কিন্তু তার পাল্টা যে মোষের পরিবারের অন্যান্য সদস্যরাও দিতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ভিডিয়ো।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে latestkruger নামক একটি হ্যান্ডেল থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মহিষ ভুলবশত তার বাছুরটিকে বাতাসে ছুড়ে ফেলেছে।’ খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিয়ো দেখে ফেলেছেন প্রায় লাখ-লাখ মানুষ। প্রতিবেদন লেখার সময় ভিডিয়োতে 262,569 লাইক পড়েছে। মানুষজন নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘প্রকৃতির নিজস্ব নিয়মেই এমনটা হয়েছে।’