Viral Video: বিশাল জলপ্রপাতের নিচে রিল বানাতে গিয়ে ‘সলিল সমাধি’ যুবকের, ক্যামেরাবন্দি হল মৃত্যুর ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jul 26, 2023 | 9:00 AM

Latest Viral Video: শিবমোগার কোল্লুরের কাছে আরাসিনাগুন্ডি জলপ্রপাতে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে। এই যুবকটি একটি পাথরের উপর দাঁড়িয়ে ভিডিয়ো করছিল। সামনে বিরাট জলপ্রপাত। হঠাৎই সেখানে দাঁড়িয়ে থাকা যুবকের পা পিছলে যায়।

Viral Video: বিশাল জলপ্রপাতের নিচে রিল বানাতে গিয়ে সলিল সমাধি যুবকের, ক্যামেরাবন্দি হল মৃত্যুর ভিডিয়ো

Follow Us

Viral Video Today: রিল তৈরি করার জন্য মানুষ জীবনের ঝুঁকি নিতে পিছপা হচ্ছে না। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যা দেখে নেটিজেনদের শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকছে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে রিল তৈরি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। তারপরও মানুষ এই ধরনের কাজ করা থেকে বিরত থাকে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি কর্ণাটকের কোল্লুরের কাছে আরাসিনাগুন্ডি জলপ্রপাতের, যেখানে একজন ব্যক্তি রিল তৈরি করতে গিয়ে জলের স্রোতে ভেসে যায়। এই ব্যক্তি ক্যামেরায় পেছন থেকে ভিডিয়ো রেকর্ড করছিলেন। সেই রেকর্ডিংই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শিবমোগার কোল্লুরের কাছে আরাসিনাগুন্ডি জলপ্রপাতে ইনস্টাগ্রাম রিল তৈরি করতে গিয়ে এক দুর্ঘটনা ঘটে। এই যুবকটি একটি পাথরের উপর দাঁড়িয়ে ভিডিয়ো করছিল। সামনে বিরাট জলপ্রপাত। হঠাৎই সেখানে দাঁড়িয়ে থাকা যুবকের পা পিছলে যায়। আর সে খাদে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জলপ্রপাতে ভেসে যায়। এক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যুবককে এখনও খুঁজে পাওয়া যায়নিয। উদ্ধারকারী দল ওই যুবককে খুঁজছেন। তাঁর নামে কল্লুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বলা হচ্ছে, যুবকের পরিবারের সদস্যরাও কল্লুর পৌঁছেছেন।


আবহাওয়া দফতর কর্ণাটকের বিভিন্ন এলাকায় খারাপ আবহাওয়ার কথা জানিয়েছেন। আইএমডি কর্ণাটকের অনেক এলাকায় কমলা সতর্কতা জারি করেছে। ইতিমধ্যেই কর্ণাটকের অনেক জলপ্রপাতের জলস্তর বেড়েছে। ভারতের বিভিন্ন পর্যটন স্থানে সেলফি ও রিল তুলতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষের মৃত্যুও হয়েছে। এ নিয়ে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে কিছু সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। তার মধ্য়েই উঠে এসেছে এই ভিডিয়ো।

 

Next Article